'দলের নীচু মানসিকতার পরিচয় পাওয়া যায়', কৈলা বিজয়বর্গীয়র মন্তব্যের কড়া জবাব দিলেন জহর সরকার

কৈলাশ বিজয়বর্গীয়র এই মন্তব্যকে 'নারী বিদ্বেষী' বলে উল্লেখ করে টুইটারে কড়া জবাব দেন তৃণমূল সাংসদ জহর সরকার।

বিজেপি নেতা কৈলা বিজয়বর্গীয়র 'কুরুচিকর পোশাক' মন্তব্যের কড়া জবাব দিলেন তৃণমূল সাংসদ। পদ্ম শিবিরের নেতার মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়। প্রকাশ্যে মহিলাদের পোশাক নিয়ে মন্তব্যের প্রতিবাদে সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। কৈলাশ বিজয়বর্গীয়র এই মন্তব্যকে 'নারী বিদ্বেষী' বলে উল্লেখ করে টুইটারে কড়া জবাব দেন তৃণমূল সাংসদ জহর সরকার। তিনি বিজেপি নেতার এই মন্তব্যকে 'নারী বিদ্বেষী' বলে উল্লেখ করে গোটা দলের নীচু মানসিকতার পরিচয় বলেও কটাক্ষ করেছেন। টুইটারে তিনি লিখেছেন,'এই মন্তব্যে নীচু মানসিকতারই পরিচয় মিলেছে। এদেরকে দেখুন, নিজে নিরাপদে রয়েছেন কিনা বিচার করে দেখুন।'

বিজেপির সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয়র মন্তব্যের বিরোধিতায় ইতিমধ্যেই প্রতিবাদের ঝড় উঠেছে বিভিন্ন মহলে। সমালোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াজুড়েও। কৈলাশ বিজয়বর্গীয়র মন্তব্যেকে নীতি পুলিশিং-এর অভিযোগে অভিযুক্ত করেছেন। কংগ্রেসের মুখপাত্র সঙ্গীতা শর্মা বলেন, 'বিজেপি নেতারা বারবার নারীদের অপমান করে। এটা তাদের চিন্তাভাবনা এবং তাদের মনোভাব দেখায়। বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় জি নারীদের শূর্পঙ্কা বলে ডাকা এবং তাদের পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্য করা স্বাধীন ভারতে উপযুক্ত। বিজেপি ক্ষমা চাই।' বিজেপি নেতা, যিনি ইন্দোরের অন্তর্গত, দায়মুক্তির সাথে তার বিতর্কিত বক্তব্যের জন্য পরিচিত। গত মাসে, তিনি দাবি করেছিলেন যে স্বাধীনতা এবং বিভাজনের পরে, ভারতে যা কিছু অবশিষ্ট ছিল তা একটি 'হিন্দু রাষ্ট্র' গঠন করেছে, যা নির্লজ্জভাবে দেশের ধর্মনিরপেক্ষতার প্রতিষ্ঠাতা নীতির সাথে বিরোধিতা করে।

Latest Videos

'মেয়েরা নোংরা পোশাক পরলে তাঁদের শূর্পনাখার মতো দেখতে লাগে', বিজেপির সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয়র মন্তব্যে শোরগোল রাজনৈতিক মহলে। প্রকাশ্যে মহিলাদের পোশাক নিয়ে কূমন্তব্যের জেরে ক্ষোভ সৃষ্টি হয়েছে বিভিন্ন মহলে। বৃহস্পতিবার ইন্দোরে ভগবান হনুমান ও মহাবীরের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি ধর্মীয় অনুষ্ঠানে বিজেপির সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয় এই মন্তব্য করেন। এছাড়াও রাতে মেয়েদের বাইরে ঘোরা নিয়েও একাধিক বিতর্কিত মন্তব্য করেন তিনি। প্রকাশ্য সভায় দাঁড়িয়ে বিজেপির সাধারণ সম্পাদকের এই মন্তব্য ঘিরে সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। কৈলাশ বিজয়বর্গী এদিন বলেন,'যখন আমি রাতে বাইরে যাই এবং যুবকদের নেশাগ্রস্ত দেখি, আমার মনে হয় তাদের শান্ত করার জন্য তাদের পাঁচ-সাতটি থাপ্পড় দিই। আমি ঈশ্বরের শপথ করি।'

এখানেই শেষ নয় মেয়েদের পোশাক নিয়েও মন্তব্য করেন তিনি। মহিলাদের পোশাককে 'নোংরা' বলে উল্লেখ করে তাঁদের রামায়নের শূর্পনাখার সঙ্গেও তুলনা করেন তিনি। তাঁর কথায়,'আর মেয়েরা এমন নোংরা পোশাক পরে... আমরা নারীদের দেবী মনে করি... তাদের মধ্যে এর কোনো চিহ্ন নেই। তারা দেখতে শূর্পনাখার মতো। ভগবান তোমাকে সুন্দর শরীর দিয়েছেন, সুন্দর পোশাক পরুন। অনুগ্রহ করে আপনার সন্তানদের ভালোভাবে শিক্ষা দিন। , আমি খুব চিন্তিত।'

আরও পড়ুন - 

'মেয়েরা নোংরা পোশাক পরলে তাঁদের শূর্পনাখার মতো দেখতে লাগে', কৈলাশ বিজয়বর্গীয়র মন্তব্যে সমালোচনার ঝড় বিভিন্ন মহলে

মোদী সরকারের বিরুদ্ধে ‘মিথ্যাচার’-এর অভিযোগ, রাহুল গান্ধী, সীতারাম ইয়েচুরি, উদ্ধব ঠাকরেকে একযোগে তোপ রাজীব চন্দ্রশেখরের

নমস্কার জানিয়েও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘বন্দে ভারত’-এর উদ্বোধনে হাততালি দিলেন না রাজ্যের মন্ত্রী

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury