'আপনাদের জন্যই মেয়ের ধর্ষক-খুনির সাজা হয়নি' আর জি করে নির্যাতিতার বাবা-মাকে আক্রমণ কুণাল ঘোষের

আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড হয়েছে। কিন্তু তারপরেও এই ঘটনা নিয়ে রাজনৈতিক বিতর্ক চলছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করা নিয়ে আর জি কর মেডিক্যাল কলেজে নির্যাতিতার বাবা-মাকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেছেন, 'অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করছি, তিলোত্তমার বাবা-মা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছেন। তাঁদের প্রতি সহমর্মিতা আছে। কিন্তু তাঁরা চক্রান্তকারীদের কথায় বিভ্রান্ত হয়ে নিজেদের অবস্থান বদলাচ্ছেন। চক্রান্তকারীদের মুখপাত্র হয়ে গিয়েছেন তিলোত্তমার বাবা-মা।' আর জি কর মামলায় মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত। এতে বিভিন্ন মহলে হতাশা তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছেন, সঞ্জয়ের ফাঁসি হলে ভালো হত। সঞ্জয়ের ফাঁসি চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলে নির্যাতিতার বাবা-মা বলেছেন, ‘এত সক্রিয়তাই বা কেন? রায়ের কপি পড়ে উঠতে পারলাম না। ওঁরা মামলা করে দিলেন! একমাস তো সময় ছিল। উনি তো বলেন, খেলা হবে। এটাও খেলা। মুখ্যমন্ত্রী অতি সক্রিয়তা দেখিয়েছেন। এটা তো একটা ভোট গেম।’ তাঁদের এই মন্তব্যের পরেই পাল্টা আক্রমণ করেছেন কুণাল।

আর জি করের ঘটনায় দায়ী নির্যাতিতার বাবা-মা!

Latest Videos

আর জি কর মেডিক্যাল কলেজে নির্যাতিতার বাবা-মাকে বেনজির আক্রমণ করে কুণাল আরও বলেছেন, 'আমাদের বিস্ময় লাগছে, মেয়ের মৃত্যুতে বাবা-মার বুক ভেঙে গিয়েছে। অথচ সেদিন থেকে স্নায়ু ঠিক রেখে সংবাদমাধ্যমে একেকদিন একেকরকম বিবৃতি দিচ্ছেন কী করে? আমরা কান্নার ছবি দেখতে পেলাম না। আমরা বুকফাটা আর্তনাদের যে ছবি দেখে থাকি, সেখানে তাঁরা ইস্পাত কঠিনভাবে প্রথম দিন থেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। কখনও বলছেন, সিবিআই চাই। আবার কখনও বলছেন, সিবিআই মানব না। বাড়িতে সব ঠিক ছিল কি না, তাঁরা কিছু গোপন করছেন কি না, এবার সেসব তদন্তে আসা উচিত।'

নির্যাতিতার বাবা-মায়ের জন্যই শাস্তি হল না!

আর জি কর মেডিক্যাল কলেজে নির্যাতিতার বাবা-মাকে আক্রমণ করে কুণাল আরও বলেছেন, 'আপনাদের মন্ত্রণাদাতাদের নিজেদের স্বার্থসিদ্ধি না হওয়া পর্যন্ত আপনাদের শিখণ্ডী করে ব্যবহার করা হচ্ছে। তাই হাতজোড় করে বলছি, এই ফাঁদে পা দেবেন না। দয়া করে মুখ্যমন্ত্রী সম্পর্কে এই ধরনের কথা বলবেন না। আপনাদের জন্যই আপনাদের মেয়ের ধর্ষক-খুনির সাজা হয়নি। আপনারা চক্রান্তকারীদের হাতের পুতুল হয়ে একেকবার একেকরকম কথা বলছেন। এটা তদন্তে আসতে হবে। একেকরকম কথা বলে নিজেদের গুরুত্ব কোথায় নিয়ে যাচ্ছেন দয়া করে চক্রান্তকারীদের মুখপাত্র হয়ে উঠবেন না।'

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

আরজি কর-কাণ্ড থেকে শিক্ষা নিয়ে নতুন সংগঠন তৈরির পথে তৃণমূল কংগ্রেস, মাথায় থাকছেন শশী পাঁজা

সঞ্জয় রায়ের ফাঁসির আর্জি নিয়ে হাইকোর্টে যাবে রাজ্য, জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়

'সঞ্জয় রায় নির্যাতিত'! এই কথা বলে হাইকোর্টে যাওয়ার তোড়জোড় শুরু আইনজীবীর

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Malda-র রাস্তায় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি! সচেতনার বার্তা র‍্যালির মাধ্যমে
RG Kar Case Update Today : চাইলেন না চরম শাস্তি! মোক্ষম চাল দিলো অভয়ার পরিবার | Calcutta High Court
এবার আগুনের গ্রাসে অন্য এলাকা! পুড়ছে স্যান দিয়েগো কাউন্টির একাধিক অংশ San Diego fire | Wildfires
Suvendu on Kartik Maharaj : কেন পদ্মশ্রী পাচ্ছেন কার্তিক মহারাজ? খোলসা করে সবটাই বললেন শুভেন্দু
Suvendu on Trump : ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু অধিকারী, কারন জানলে অবাক হবেন