'বিরোধীদের একটাই কাজ সমালোচনা করা', বিজেপির বিরুদ্ধে দেশ বিক্রির অভিযোগ তৃণমূলের মন্ত্রীর

Published : Sep 13, 2025, 08:49 AM IST
tmc bjp

সংক্ষিপ্ত

TMC News: বঞ্চনা নিয়ে ফের আমার পাড়া আমার সমাধান ক্যাম্পে এসে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানী। কী বলেছেন তিনি? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Burdwan News: বিরোধীদের কাজ একটাই সমালোচনা করা। যারা কিছু করতে পারে না, যারা দেশকে বিক্রি করেছে—তাদের মুখে আর কী শোনা যায়! শুক্রবার পূর্ব বর্ধ মানের একটি অনুষ্ঠানে এসে  কেন্দ্রের বিরুদ্ধে সুর তুলে এমনই কটাক্ষ করলেন রাজ্যের পরিবেশ ও অপ্রচলিত ও নবায়নযোগ্য শক্তির উৎস দফতরের মন্ত্রী গোলাম রাব্বানী।

শুক্রবার পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের গোপালবেড়া অঞ্চলের গোপালবেড়া উচ্চ বিদ্যালয়ে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’-এর সিভিল পরিদর্শনে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানান তিনি।

কী বলেছেন রাজ্যের মন্ত্রী?

মন্ত্রী বলেন, “আমাদের মুখ্যমন্ত্রী ৯৪–৯৫টা স্কিম চালু করেছেন। সারা ভারতে কোনও মুখ্যমন্ত্রী এটা করতে পারেননি। পুরো পৃথিবীতে আমাদের রাজ্যের মতো স্কিম নেই। অথচ বিরোধীদের কাজ শুধু সমালোচনা করা"। তিনি আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের শ্রমিকরা ১৫ অগাস্টের পরে মার খেলো। বাংলা বললেই বাংলাদেশি বলা হচ্ছে। এই দেশ কি জন্য মহান ব্যক্তিত্বরা লড়েছিলেন? শহিদ হয়েছিলেন? দেশটা কোথায় নিয়ে যাচ্ছে কেন্দ্র"?

নেপালের পরিস্থিতির দিকে নজর

এছাড়া নেপালে আটকে থাকা মানুষজনের প্রসঙ্গে তিনি জানান, “আমাদের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলেছেন। নিশ্চিতভাবেই ব্যবস্থা হবে"।  এদিকে শুক্রবার আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে মন্ত্রী ছাড়াও ছিলেন পঞ্চায়েত দফতরের সহকারী জেলাশাসক শ্বেতা আগারওয়াল, এসডিও বুদ্ধদেব পান, বিধায়ক নবীনচন্দ্র বাগ, বিডিও অভিক কুমার ব্যানার্জি, গোপাল বেড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার ভট্টাচার্য, গোপাল ভাঁটা গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান যথাক্রমে পূজা দাস এবং বংশী বদন সাহানা।

অন্যদিকে, শুভেন্দুর গড়ে আবার বড় জয় পেলো তৃণমূল কংগ্রেস । ভগবান পুর ১ ব্লকের মহম্মদপুর ১/২ অঞ্চলের অন্তর গত মহম্মদপুর_সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচন ছিল । মোট আসন সংখ্যা ছিলো ৯ টি । মোট ভোটার ৭৭৫ জন। ভোট পরেছে ৬২৪টি বাতিল ৪৭ টি। 

৯ টির ৯ টি আসনে তৃণমূল কংগ্রেসর প্রার্থীরা বিপুল জয় লাভ করে। রাম-বাম জোট প্রার্থী দিয়েছিল। কিন্তু কোনও খাতা খুলতে পারল না। জয়ী প্রার্থীদের নিয়ে বিজয় মিছিল করেন অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভেন্দু কর। 

এই বিষয়ে ভগবান পুর ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রবিন চন্দ্র মণ্ডল বলেন, ‘’এই জয় উন্নয়নের পক্ষে জয় এবং সকল ভোটারদের শুভেচ্ছা জানায়।'' সেই সঙ্গে শুভেচ্ছা জানিয়েছেন ভগবান পুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল কংগ্রেসের সৈনিক অরুপ সুন্দর পণ্ডা ও ভগবান পুর ১ তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সৌরভ কান্তি বেরা। সৌরভ বলেন, ‘’বিরোধীদের কুৎসার জবাব দিলো এই সমবায়ের ভোটারগণ। ভগবানপুর এর মাটি তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। এখানে রাম বাম জোটের কোনও জায়গায় নেই।'' 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Samik Bhattacharya: ‘SIR বন্ধ করে দিন তবুও ২০২৬-এ তৃণমূল হারবে!’ চ্যালেঞ্জ শমীকের
এই বাংলাতেই কেন বাবরি মসজিদ? তৃণমূলের গভীর 'গেম প্ল্যান'? কী বললেন শুভেন্দু, অধীর, সুজন, শুভঙ্কর?