দলবদল করতে গেলে গাড়ি রাস্তার সঙ্গে মিশে যেতে পারে, তৃণমূল বিধায়ক উদয়ন গুহর হুঁশিয়ারিতে সরগরম রাজ্য-রাজনীতি

রাজ্যে আসন্ন পঞ্চায়েত ভোটের সরগরম আবহে ফের একবার বিরোধী পক্ষকে জোরদার হুঁশিয়ারি দিলেন উদয়ন।

বারবার তাঁর হুমকির জেরে তটস্থ থাকেন বিরোধী ভোটাররা। আরও একবার হুমকির সুরে রাজনীতির আলোচনার শীর্ষে উঠে এল রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর নাম। জোড়াফুল থেকে দলবদল করতে যাওয়া কর্মীদের উদ্দেশে দিনহাটার তৃণমূল বিধায়কের হুমকি, ‘ভেটাগুড়ি থেকে ফেরার পথে, গাড়ি রাস্তার সঙ্গে মিশে গেলে কাউকে দোষ দিতে পারবেন না।’

কোচবিহারের বিজেপি নেতা নিশীথ প্রামাণিকের হাত ধরে তৃণমূল ছেড়ে পদ্ম শিবিরে যোগ দিতে বেশ কয়কজন দলীয় কর্মী যাচ্ছেন বলে খোঁজ পেয়েছেন উদয়ন গুহ। ভেটাগুড়িতে এই যোগদান সভা হবে বলেও আঁচ পেয়েছেন তিনি। সেই ইঙ্গিত স্পষ্ট করে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর এই হুঁশিয়ারি।

Latest Videos

মন্ত্রী উদয়ন গুহ বলেছেন, ‘আরও একবার হুঁশিয়ারি দিয়ে বলে যাই, আমাদের কাছে কিন্তু খবর আছে। আমরা জানি, কারা কারা ভেটাগুড়ির দিকে যায়, কখন যায়।’ এরপর দলবদলুদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘এই ধরনের খবর যদি পাওয়া যায়, ভেটাগুড়ি যাবেন ভালো কথা, কিন্তু ফেরার সময় যদি আপনার গাড়িটা রাস্তার সঙ্গে মিশে যায়, তাহলে কিন্তু অন্য কাউকে দোষ দিতে পারবেন না। এই কথাটা যেন মাথায় থাকে।’

মন্ত্রীর এই হুমকির বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি। তৃণমূলের অনেক সদস্যই দলবদল করতে চেয়ে সরাসরি কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে যোগাযোগ রাখছেন। তাই দলেরই একাংশকে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশানা করেছেন বলে দাবি বিজেপির। প্রসঙ্গত, দিনহাটার ভেটাগুড়িতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের বাড়ি। উদয়ন গুহর ইঙ্গিতবহ হুমকির প্রেক্ষিতে বিজেপির কোচবিহারের সাধারণ সম্পাদক বিরাজ বসুর বক্তব্য, ‘অঞ্চল সভাপতি ঘোষণা হওয়ার পর তৃণমূলের অনেক নেতাই তো আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। মন্ত্রীর সঙ্গেও ব্যক্তিগতভাবে যোগাযোগ করছেন। যারা যোগাযোগ রাখছেন, তাদের উদ্দেশ্যেই কি উদয়নবাবু বললেন যে, দুর্ঘটনায় মারা গেলে তৃণমূলের দায় নেই?’

বারবার বেফাঁস মন্তব্যের জন্য খবরের শিরোনামে উঠে আসেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। রাজ্যে আসন্ন পঞ্চায়েত ভোটের সরগরম আবহে ফের একবার বিরোধী পক্ষকে আলটপকা হুঁশিয়ারি দিলেন তিনি।

আরও পড়ুন-
শাসক দলের ‘দুর্নীতি’-ই মূল অস্ত্র, নতুন মুখ নিয়ে এসে পঞ্চায়েত ভোটে গোষ্ঠীকোন্দলও এড়িয়ে যেতে পারবে বিজেপি
ফের কমে গেল কলকাতার তাপমাত্রা, রবিবার বঙ্গের অধিকাংশ জেলাতেই আকাশ অংশত মেঘলা
অভিনব উপায়ে টাকা লুঠ করা হত বেসরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলিতে, ইডির নজরে অবাক করা কাণ্ড!

Share this article
click me!

Latest Videos

ফের ভয়াবহ অগ্নিকান্ড (Kolkata Fire) কলকাতায়, পুড়ে ছাই গড়িয়া ষ্টেশন সংলগ্ন ৬টি দোকান
চলন্ত বাসে দুঃসাহসিক ছিন্তাই! চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায় | South 24 Parganas News Today
'আমি বলছি, আমার নাম করে লিখে রাখুন' ঝাঁঝিয়ে উঠে যা বললেন শুভেন্দু | Suvendu Adhikari
বিয়ে করার জন্য পাত্রী তুলতে এসে শ্রীঘরে পাত্র, হুলুস্থুলু কাণ্ড কুলতলিতে | Kultali News
'উপনির্বাচনে জিতে আরও অত্যাচার বাড়াবে TMC' উদ্বেগ প্রকাশ Adhir Ranjan Chowdhury-র