ফের কমে গেল কলকাতার তাপমাত্রা, রবিবার বঙ্গের অধিকাংশ জেলাতেই আকাশ অংশত মেঘলা

উত্তরবঙ্গ ছাড়া পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাগুলিতেই আকাশ মেঘলা হয়ে থাকার সম্ভাবনা।

দক্ষিণ ভারতে নিম্নচাপের জোরালো প্রভাব। তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, লাক্ষাদ্বীপে প্রবল বৃষ্টির অ্যালার্ট জারি। কেরল, রায়লসীমা, মাহে এবং অন্ধ্রপ্রদেশের উকূলবর্তী জেলাসহ কর্নাটকের আভ্যন্তরীন অঞ্চলগুলিতে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়ে দিয়েছে জাতীয় আবহাওয়া দফতর। বৃষ্টির সঙ্গে হতে পারে প্রবল বজ্রপাতও। দক্ষিণী উপকূলগুলিতে প্রতি ঘণ্টায় প্রায় ৫০-৫৫ কিলোমিটার গতিতে হাওয়া বইবে বলে জানানো হয়েছে।

১৩ নভেম্বর কলকাতার তাপমাত্রায় পতন হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। দিনের সর্বোচ্চ তাপমাত্রা যেতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

Latest Videos

উত্তরবঙ্গ ছাড়া পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাগুলিতেই আকাশ মেঘলা হয়ে থাকার সম্ভাবনা, প্রায় সারাদিন জুড়েই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

এবছর নভেম্বর মাস থেকেই উত্তরবঙ্গে যথেষ্ট শীতের আমেজ শুরু হয়ে গিয়েছে। শৈলশহর দার্জিলিঙে আজ সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ১৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। অন্যদিকে কালিম্পঙে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা যেতে পারে ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। রবিবার জলপাইগুড়ি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

বাঁকুড়া, বর্ধমান জেলায় আজ তাপমাত্রা বেশ কম। সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, তবে বেলা বাড়লে সেই তাপমাত্রা প্রায় দ্বিগুণ বেড়ে পৌঁছে যেতে পারে প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

দক্ষিণবঙ্গে দক্ষিণ ২৪ পরগণা জেলায় আজ আকাশ থাকবে রৌদ্রজ্জ্বল, দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৯-২০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ৩১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। দুই মেদিনীপুর জেলায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বাংলায় আস্তে আস্তে নামবে তাপমাত্রার পারদ। অর্থাৎ, শীত আসছে বেশ ধীর গতিতে। তবে, প্রত্যাশিত সময়ের আগেই শীতের অনুভূতি শুরু হয়ে গিয়েছে রাজ্যে।

 

আরও পড়ুন-
অভিনব উপায়ে টাকা লুঠ করা হত বেসরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলিতে, ইডির নজরে অবাক করা কাণ্ড!
হোয়াটসঅ্যাপের কল আটকানোর জন্য চালু হচ্ছে বিশেষ ব্যবস্থা, আর কী কী বিশেষ ফিচার নিয়ে আসছে এই অ্যাপ?
রাজারহাটের বিলাসবহুল পার্টিতে তরুণীকে মাদক খাইয়ে গণধর্ষণ, আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়ছেন তরুণী

Share this article
click me!

Latest Videos

দেখা যাক ২৬-এর মসনদ কার দখলে যায়? Mamata-কে চ্যালেঞ্জ Agnimitra-র
২৬ এর নির্বাচনে কী থাকবেন ফিরহাদ হাকিম? বাতলে দিলেন শমীক ভট্টাচার্য #shorts #shortsfeed #bjp #tmc
হাড়োয়ায় তৃণমূল জিততেই বিজেপি প্রার্থীর জমি তচনচ, ক্ষোভ উগরে যা বললেন Samik Bhattacharya
ওয়াকফ বিলের (Waqf Bill) আঁচ বাংলার বিধানসভায়, দেখুন কী বললেন Suvendu Adhikari
তন্ত্রযোগ? নাকি বৌমা ও ছেলেকে শিক্ষা দিতেই...আটক দাদু, ঠাকুমা ও জেঠিমা | Hooghly News Today