সংক্ষিপ্ত

উৎসবের মরশুমে গোটা বিহারজুড়ে ঘটেছে একের পর এক দুর্ঘটনা। রাজ্যের বিভিন্ন প্রান্তে ডুবে মারা গিয়েছেন বহু পুণ্যার্থী। ঘটনায় শোকপ্রকাশ করে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার কথাও ঘোষণা করেছেন বিহারের মুখ্যমন্ত্রী।

গুজরাটের স্মৃতি এখনও দ্গদগে। এরই মধ্যে ছট পুজোর সময় বিহারে ডুবে মৃত্যু হল ৫৩ জনের। ঘটনায় শোকের ছায়া রাজ্যজুড়ে। বিহারে চার দিন ব্যাপী ছট পুজো উদযাপনের মাঝেই রাজ্যের নানা প্রান্তে ডুবে মৃত্যু হয়েছে একাধিকের। মঙ্গলবার পর্যন্ত এই সংখ্যা ছিল ৫৩ জনে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ক্ষতিগ্রস্থদের আর্থিক সাহয্যেরও আশ্বাস সিয়েছেন তিনি।

বিহারে চারদিন ধরে পালিত হচ্ছে ছট পুজো। উৎসবের মরশুমে গোটা বিহারজুড়ে ঘটেছে একের পর এক দুর্ঘটনা। রাজ্যের বিভিন্ন প্রান্তে ডুবে মারা গিয়েছেন বহু পুণ্যার্থী। ঘটনায় শোকপ্রকাশ করে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার কথাও ঘোষণা করেছেন বিহারের মুখ্যমন্ত্রী। প্রত্যেক পরিবারকে চার লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেননীতীশ কুমার।

সূত্রের খবর, ৩০ অক্টোবর রাজ্যে ডুবে মারা গিয়েছিল ৫ জন। এরমধ্যে পটনা, মুজফ্ফরনগর, সমস্তিপুর এবং সহর্ষতে ৩ জন মারা গিয়েছেন। গয়া, বেগুসরাই, কাটিহার, বক্সার, কাইমুর, সীতামঢ়হি, বাঁকায় মারা গিয়েছেন ১ জন করে। ৩১ অক্টোবর গোটা রাজ্যে মারা গিয়েছেন ১৮ জন। মৃতদের পরিবার যাতে ক্ষতিপূরণ পায়, সেদিকে নজর রাখার জন্য জেলাশাসকদের নির্দেশ নীতীশ কুমারের।

প্রসঙ্গত, রবিবার সন্ধ্যায় প্রায় ৫০০ জন পর্যটক-সহ গুজরাটের মাচু নদীর উপর ভেঙে পড়ল ঝুলন্ত সেতু। ঘটনায় সলিল সমাধি কমপক্ষে ৯০ জনের। নিখোঁজ শতাধিক। ক্রমেই বাড়ছে হতাহতের সংখ্যা। উল্লেখ্য,মেরামতির জন্য দীর্ঘদিন বন্ধ ছিল এই সেতু। দীর্ঘ রক্ষণাবেক্ষণের পর গত ২৬ অক্টোবর সেতুটি জনসাধারণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়। কিন্তু উদ্বোধনের মাত্র তিনদিনের মাথায়ই ঘটল মর্মান্তিক দুর্ঘটনা।

ঘটনার পরই গুজরাটের মুখ্যমন্ত্রীকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল টুইট করে জানিয়েছেন, উদ্ধারকাজে গতি আনার পাশাপাশি একাধিক নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য এবং পরিস্থিতির দিকে সজাগ নজর রাখার জন্য তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ক্ষতিগ্রস্তদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যেরও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

আহতদের প্রতি সমবেদনা জানিয়ে একটি টুইট করেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল। টুইটে তিনি লিখেছে। এই ঘটনায় তিনি মর্মাহত এবং আহতদের চিকিৎসা এবং নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারকাজে গতি আনতে জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন - 

প্রধানমন্ত্রী মোদীর সফরের সময়ও মাচ্ছু নদীতে থামেনি উদ্ধারকার, নিরপেক্ষ তদন্তের কথা বললেন তিনি 

প্রধানমন্ত্রীত্বের জল্পনায় নতুন করে রাহুল গান্ধীর নাম উস্কে দিলেন নতুন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে

ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের নতুন সেক্রেটারি হলেন গিরিধর আরমোনে