ব্যাঙ্ক জালিয়াতের খপ্পরে তৃণমূল কংগ্রেস সাংসদ ও দুঁদে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর ব্যাঙ্ক অ্য়াকাউন্ট থেকে গায়েব হয়ে গেল ৬৫ লক্ষ টাকা। তেমনই অভিযোগ জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা। তিনি জানিয়েছেন, তাঁর দীর্ঘ দিন ব্যবহার না করা অ্য়াকাউন্টেই জালিয়াতি করেছে ব্যাঙ্ক জালিয়াতরা। যাতেই ৬৫ লক্ষ টাকা গায়েব হয়েছে।
25
পুলিশের দ্বারস্থ কল্যাণ
কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় জানিয়েছেন, তিনি পুলিশের দ্বারস্থ হয়েছে। লালবাজারে অভিযোগ দায়ের করেছে। লালবাজারের সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের করা হয়েছে। লালবাজার তদন্ত শুরু করেছে। তবে এখনও পর্যন্ত অধরা জালিয়াতরা।
35
কীভাবে জালিয়াতি?
কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ের অভিযোগ এসবিআই-এর হাইকোর্ট শাখার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দীর্ঘ দিন ধরেই ব্যবহার করেননা। তাই ডরম্যান্ট অ্য়াকাউন্ট হয়ে গিয়েছিল। সেই অ্যাকাউন্ট থেকেই কেওয়াইসি চুরি করেছে জালিয়াতরা। অর্থাৎ কেওয়াইসি জাল করেই অ্য়াকাউন্ট থেকে ৬৫ লক্ষ টাকা তুলে নিয়েছে জালিয়াতরা।
কল্যাণ জানিয়েছেন, একদিন সন্ধ্যেবেলা ব্যাঙ্ক ম্যানেজারের ফোন পান তিনি। ব্যাঙ্ক ম্যানেজার তাঁর কাছে জানতে চেয়েছিলেন, তাঁর অ্য়াকাউন্ট থেকে একটি বড় অঙ্কের টাকা তুলে নেওয়া হয়েছে। সেই সম্পর্কে কল্যাণ কিছু জানেন কিনা তা জানতে চান। তখনই আকাশ থেকে পড়েন কল্যাণ। প্রকাশ্যে আসে জালিয়াতির বিষয়টি।
55
জালিয়াতি বড়ছে
বর্তমানে অনলাইন জালিয়াতি বাড়ছে। পুলিশ এই বিষয়ে একাধিকবার সতর্ক করেছে। ডিজিটাল অ্যারেস্ট থেকে শুরু করে নানা বিষয়ে জালিয়াতির জাল ছড়িয়ে রেখেছেন জালিয়াতরা। গ্রাহকের অজান্তেই তাঁর অ্যাকাউন্টের নাড়িনক্ষত্র জেনে নিচ্ছে জালিয়াতরা। তেমনই জালিয়াতদের খপ্পরে পড়েছেন আইনজীবী ও সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।