‘পুলিশবাহিনী কলঙ্কিত,’ চাকরিপ্রার্থীর হাতে কামড়ে দেওয়ার ঘটনায় অসন্তোষ প্রকাশ করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়

পুলিশের কামড় বিতর্কে মুখ খুললেন তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায়।

কলকাতার রাস্তায় প্রতিবাদী চাকরিপ্রার্থীর হাতে পুলিশ কনস্টেবলের কামড়ের ঘটনা নিয়ে তোলপাড় রাজনৈতিক মহল। পুলিশি তৎপরতা বনাম সংযমের অভাব বিতর্কে বিভিন্ন মহলে তৈরি হচ্ছে দ্বন্দ্ব। রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধী দলের নেতৃত্বরাও। এবার পুলিশের কামড় বিতর্কে মুখ খুললেন তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায়।

আন্দোলনকারী চাকরিপ্রার্থীর হাতে এক পুলিশ কর্মীর কামড়ে দেওয়ার ঘটনা গোটা পুলিশবাহিনীর ঐতিহ্যকে কলঙ্কিত করেছে বলে অভিমত সৌগত রায়ের। ওই বিষয়ে পুলিশের তদন্ত করে দেখা উচিত বলেও মন্তব্য বর্ষীয়ান নেতার।

Latest Videos

বুধবার আন্দোলনরত চাকরিপ্রার্থী অরুণিমা পালের হাতে কামড়ে দিয়েছিলেন কর্তব্যরত এক মহিলা পুলিশ কনস্টেবল। সেই ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আলোড়ন পড়ে যায়। পুলিশের ভূমিকা নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ সাধারণ মানুষ থেকে রাজ্যের বিরোধী পক্ষ পর্যন্ত, প্রত্যেকে। বুধবার বিক্ষোভের দিন অরুণিমার হাতে এক মহিলা পুলিশকর্মীর কামড় দেওয়ার অভিযোগ এলে পুলিশ সেই অভিযোগকে অস্বীকার করেনি। বরং পুলিশও পাল্টা দাবি তুলেছে যে, ওই মহিলা পুলিশকর্মীর হাতেও কামড়ে দেওয়া হয়েছে। তবে অরুণিমার হাতে পুলিশের মোক্ষম কামড়ের ছবি এবং কামড়ে দেওয়ার সময়কার ভিডিও বিভিন্ন সংবাদমাধ্যমে হু হু করে ছড়িয়ে পড়েছে।

এবিষয়ে সৌগত রায় বলেন, ‘‘এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, না হলেই ভালো হত।” তবে, আসলে ঘটনাটা কী ঘটেছ, তা নিয়ে সংশয় প্রকাশ করে তৃণমূল নেতার দাবি, “চাকরিপ্রার্থী বলেছেন, তাঁকে ওই পুলিশ কনস্টেবল কামড়েছেন। পুলিশ বলছে, ওই পুলিশকর্মীকেই আগে কামড়ানো হয়েছে। পুলিশ কিন্তু ওই দিন লাঠিচার্জ করেনি বা কাঁদানে গ্যাস ছোড়েনি। এমনিতে পুলিশ ওই দিন অনেক সংযম দেখিয়েছিল। কিন্তু কামড়ের ঘটনায় পুলিশবাহিনী একটু কলঙ্কিত হল। নিশ্চয়ই পুলিশ এই নিয়ে বিভাগীয় তদন্ত করবে।’’

সৌগত রায়ের বক্তব্য, ‘‘পুলিশকে কিছু করতেই হত। যদি কেউ রাস্তা বা অফিস অবরোধ করে, তা হলে পুলিশকে কিছু করতেই হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশকে সংযত থেকে ব্যবস্থা নিতে হবে। কিন্তু চাকরিপ্রার্থীরা যে ভাবে রাস্তা আটকে বসেছিলেন, তাতে পুলিশি হস্তক্ষেপ করতেই হত। কিন্তু পাশাপাশিই পুলিশের সংযতও থাকা উচিত। কিন্তু যখন এ রকম একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, তখন পুলিশ তদন্ত করে দেখুক!’’

আরও পড়ুন-
আধার কার্ড নিয়ে কেন্দ্র সরকারের নির্দেশিকা, প্রত্যেক নাগরিকের জন্য নয়া নিয়ম চালু
এবার চাকরিপ্রার্থীর খাতা বিকৃত করার অভিযোগ, পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনকে কড়া নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
কেষ্ট-কন্যা সুকন্যা মণ্ডলের নামে আরও লটারির হদিশ, জিতেছিলেন ৫০ লক্ষ টাকা
 

Share this article
click me!

Latest Videos

'ভোট ব্যাঙ্কের জন্য Mamata রোহিঙ্গাদের হিন্দুদের জমি দিচ্ছে' বিস্ফোরক অভিযোগ Agnimitra-র
TMC ছেড়ে কেন BJP-তে শুভেন্দু! আজ নিজেই বলে দিলেন সব | Suvendu Adhikari | Bangla News
ওয়াকফ বিলের (Waqf Bill) আঁচ বাংলার বিধানসভায়, দেখুন কী বললেন Suvendu Adhikari
দেখা যাক ২৬-এর মসনদ কার দখলে যায়? Mamata-কে চ্যালেঞ্জ Agnimitra-র
'আমাদের এখানে কিম জং-য়ের লাইট ভার্সন আছে' Mamata-কে নাম না করে চরম কটাক্ষ Sukanta Majumdar-এর