সংক্ষিপ্ত

মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষায় নিজের ওএমআর শিট বিকৃত করার অভিযোগ তুললেন এক পরীক্ষার্থী।

পরীক্ষার্থীর খাতা বিকৃত করার অভিযোগ। মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষায় নিজের ওএমআর শিট বিকৃত করার অভিযোগ তুললেন এক পরীক্ষার্থী। ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন তিনি। এবিষয়ে মামলার শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, আবেদনকারীর পরীক্ষা আবার নিতে হবে বোর্ডকে।

আগামী চার সপ্তাহের মধ্যে এই পরীক্ষার্থীর ইন্টারভিউ নিতে হবে বলে জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি। পরীক্ষার পর তার ফলাফল এবং নম্বর আদালতের কাছে জমা দিতে হবে বলেও নির্দেশ দিয়েছেন তিনি। ভারপ্রাপ্ত বোর্ড এই প্রক্রিয়ায় রাজি না থাকলে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হবে বলেও উল্লেখ করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামী ১৫ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি।

খাতা বিকৃত করার প্রসঙ্গে মামলা করেছিলেন পরীক্ষার্থী আব্দুল হামিদ। তাঁর অভিযোগ ছিল, ২০২১ সালের ১৭ই জানুয়ারি মাদ্রাসায় শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা নিয়েছিল ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন। তথ্যের অধিকার আইন অনুযায়ী তিনি নিজের উত্তরপত্র দেখতে চেয়েছিলেন। সেই পত্র হাতে পেয়েই তিনি দেখেন উত্তরপত্রে অন্য কেউ অন্য আরেকটি রঙের কালির কলম ব্যবহার করেছে। যে কালো কলমে তিনি পরীক্ষা দিয়েছিলেন, সেটি তাঁর কাছে সংরক্ষণ করা ছিল। সেই পেন তিনি আদালতে দাখিল করেছিলেন।

নিজের উত্তরপত্রে অন্য কেউ কালি ব্যবহার করেছে বলে দাবি করেন পরীক্ষার্থী আব্দুল হামিদ। তাঁর দাবি, তিনি যথাযথ উত্তর দিয়েছিলেন, কিন্তু, অন্য কেউ আরেকটি কালির পেন ব্যবহার করে তাঁর OMR শিটে অন্য আরেকটি উত্তরে গোল দাগ দিয়েছে। এই অভিযোগ পেয়েই তাঁর উত্তরপত্রটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানোর নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়।

ফরেনসিক রিপোর্ট বলছে, আব্দুলের অভিযোগ যথাযথ। বুধবার মাদ্রাসার দুর্নীতি সংক্রান্ত ওই মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের বেঞ্চে ফরেনসিক রিপোর্ট জমা পড়েছে। দাখিল করা রিপোর্টে উল্লেখ করা হয়েছে, মামলাকারী পরীক্ষার্থীর ওএমআর শিটে তাঁর নিজের পেন ছাড়াও অন্য একটি পেনের কালির ব্যবহার রয়েছে। এই রিপোর্ট দেখে বিচারপতির কড়া নির্দেশ, আলাদা করে একা ইন্টারভিউ নিতে হবে এই প্রার্থীকে। সেই ইন্টারভিউ প্রক্রিয়ার ভিডিও রেকর্ডিং-ও করতে হবে। তিনি যোগ্য হলে তাঁকে চাকরি দিতে হবে বলেও মাদ্রাসা বোর্ডকে নির্দেশ দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন-
কেষ্ট-কন্যা সুকন্যা মণ্ডলের নামে আরও লটারির হদিশ, জিতেছিলেন ৫০ লক্ষ টাকা
স্টেশনের ওভারব্রিজের কাজের প্রভাব পড়তে চলেছে রেল পরিষেবায়, শনিবার বাতিল হচ্ছে একাধিক লোকাল ট্রেন
মমতা বনাম শুভেন্দু নয়, মমতার পক্ষে শুভেন্দু! ‘আপত্তি নেই,’ নন্দীগ্রামের মঞ্চ থেকে বার্তা