Lakshmi Bhandar Scheme: লক্ষ্মীর ভাণ্ডারে এবার থেকে ২০০০ টাকা? তৃণমূল প্রধানের ঘোষণায় জোর জল্পন

রাজ্যের জনপ্রিয় প্রকল্পগুলির অন্যতম হল লক্ষীরভাণ্ডার। এই প্রকল্পের ওপর ভর করেই ভোটের বন্যা বলেও দলের একাংশ মনে করেন। এবার এই প্রকল্পের টাকা আরও বাড়বে বলেও ঘোষণা করে বিপাকে এক তৃণমূল নেতা।

 

Saborni Mitra | Published : Nov 3, 2024 10:25 AM IST
110
লক্ষ্মীর ভাণ্ডার

রাজ্য সরকরের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের মাসে ১০০০ টাকা করে দেওয়া হয়। পিছেয় পড়া মহিলারা পান ১২০০।

210
প্রকল্পের টাকা বাড়ার কথা

রাজ্য রাজনীতিতে গুঞ্জন এই প্রকল্পে টাকা আগমী দিনে বাড়়ান হবে। সাধারণ মহিলারা ১০০০এর পরিবর্তে দেড় হাজার টাকা করে পাবেন। কিন্তু রাজ্য সরকার আনুষ্ঠানিকভাবে কিছুই ঘোষণা করেননি।

310
তৃণমূলের বিজয় সম্মিলনী

পুজো শেষ। কালীপুজো শেষ। জনসংযোগ বাড়াতে অন্যান্যবারের মত এবারও তৃণমূল কংগ্রেস বিজয় সম্মিলনী আয়োজন করেছে। সেখানেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা তৃণমূল নেতার।

410
টাকা বাড়ার কথা ঘোষণা

শনিবার পূর্ব মেদিনীপুরের পটাশপুরে সাউৎখণ্ড পঞ্চায়েতের প্রধান বিজনবন্ধু বাগ বলেন ২০২৬ সালের বিধানসভায় লক্ষ্মীর ভাণ্ডারের এক হাজার টাকা বেড়ে ২ হাজার টাকা হবে। এখানেই শেষ নয়।

510
পরবর্তী বার্তা

তৃণমূল নেতা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে ঘোষণা করেই খান্ত হননি। তিনি আরও বলেন, 'মুখ্যমন্ত্রী যদি লক্ষ্মী ভাণ্ডারের টকা ২ হাজার না করেন তাহলে আমরা গ্রাম পঞ্চায়েতে লক্ষ্মী ভাণ্ডারে ২ হাজার টাকা আমিই দেব।'

610
আরজিকর কাণ্ড

তৃণমূল কংগ্রেস নেতা বিজনবন্ধু বাগ বলেন,'আরজি কর কাণ্ডে আমরাও সুবিচার চাইছি। আমাদের নেত্রী মানুষের এই আন্দোলনকে সম্মান করেছেন। মহিলাদের সামনে রেখে কিছু রাজনৈতিক দল আমাদের দলের বিরুদ্ধে কুৎসা করছেন। ছাব্বিশের বিধানসভায় লক্ষ্মীর ভাণ্ডারে এক হাজার টাকা বেড়ে দুহাজার টাকা হবে'

710
টাকা বিতর্ক

সাধারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ার কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটি তৃণমূলের প্রকল্প নয়। সরকারি প্রকল্প। তাই অনুষ্ঠান মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেস নেতার ঘোষণায় বিতর্ক তৈরি হয়েছে।

810
মঞ্চের তৃণমূল নেতারা

প্রধান যখন ভাতার টাকা নিয়ে বিতর্কিত মন্তব্য করছিলেন সেই সময় মঞ্চে ছিলেন কাঁথি সাংগঠনিক তৃণমূলের জেলা সভাপতি পীযূষ পন্ডা, জেলা সভাধিপতি উত্তম বারিক তৃণমূলের একাধিক নেতা। তাই এই নিয়ে বিতর্ক জোরদার হচ্ছে।

910
৩ বছরের প্রকল্প

৩ বছরেরও বেশি সময় ধরে চলা এই প্রকল্প তৃণমূলের ভোটব্যাংকেও বড়সড় সুবিধা করে দেয় বলে মত বিশেষজ্ঞমহলের। শোনা যাচ্ছে, আগামী দিনে এই প্রকল্পের টাকা বেড়ে ১৫০০ পর্যন্ত হতে পারে। আগেই এই বিষয়ে ইঙ্গিত মিলেছিল।

1010
অনুমান

লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে রাজ্যের মানুষের মধ্যে আগ্রহ বাড়ছে। পাশপাশি চাহিদাও বাড়ছে। এই অবস্থায় অনেকেই মনে করছেন বিধানসভা নির্বাচনের আগেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়তে পারে। যদিও নবান্ন এই বিষয়ে এখনও সরকারি ভাবে কিছুই জানায়নি।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos