২৬-এর ভোটে কতগুলি আসন পাবে তৃণমূল? নিজের দলের সঙ্গে বিজেপির আসনের কথাও বললেন মমতা

Published : Aug 29, 2025, 09:16 AM IST

তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায় ঘোষণা করেছেন এবার বিধানসভা নির্বাচনে তৃণমূলের আসন বাড়বে। 

PREV
15
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন

নির্ধারিত সময় বিধানভা নির্বাচন হলে পশ্চিমবঙ্গে ভোট হতে বাকি আর মাত্র ৭ মাস। কিন্তু তার আগেই এই রাজ্যে বেজে গেছে ভোটের বাদ্যি। ভোট প্রচারের নাম না করেই এই রাজ্যে পরপর আসছেন নরেন্দ্র মোদী। পাল্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ভোটের কথা বলতে শুরু করেছেন একাধিক মঞ্চে। বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের মঞ্চ থেকেই ভোটের বাদ্য সরাসরি বাজিয়ে দিলেন মমতা। তিনি ভোটের আসনের কথাও ঘোষণা করেছেন।

25
'বিধানসভা নির্বাচনে তৃণমূলের আসন বাড়বে'

তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায় ঘোষণা করেছেন এবার বিধানসভা নির্বাচনে তৃণমূলের আসন বাড়বে। এখানেই থেকে থাকেননি মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি বিজেপির আসন সংখ্যারও পূর্বাভাস দিয়েছেন। পাশাপাশি কেন তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা বাড়বে তারও ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।

35
মমতার ঘোষণা

বৃহস্পতিবার তৃণমূল ছাত্রপরিষদের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেছেন, 'বিনা যুদ্ধে এক ইঞ্চি জমি তৃণমূল কংগ্রেস ছাড়েনি। ছাড়বেও না। কারও সাহায্য ছাড়াই তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল। মানুষের আশীর্বাদ, দোহা, জয়জোহর। মনে রাখবেন আগামী নির্বাচনে আরও সিট আপনাদের বাড়বে। তার কারণ আমরা মানুষের উন্নয়ন করি। আরও করব।'

45
উল্টোপথে মমতা

মমতা সাধারণত এজাতীয়পূর্বাভাস করেন না। তিনি আসন বাড়তে পারে, আসন বাড়াতে হবে- এজাতীয় মন্তব্য করেন। ২০২৪ সালের নির্বাচনের আগে মমতা বলেছিলেন ২০১৯ সালের লোকসভা ভোটে তৃণমূল যা আসন পেয়েছিল তার থেকে একটি হলেও আসন বাড়াতে হবে। কিন্তু আদতে তৃণমূল তার থেকে অনেক বেশি আসন পেয়েছিল। কিন্তু সেটাও তিনি বলেছিলেন ভোট প্রচারে গিয়েছ। এবার তিনি আরও বলেছেন, বিজেপির ৫০টির বেশি আসন পাবে না।

55
কেন এই মন্তব্য মমতার?

কিন্তু বিধানসভা ভোটের এখনও ঢের দেরি আছে। এই অবস্থায় কেন মমতা বন্দ্যোপাধ্য়ায় তৃণমূল কংহগ্রেসের আসন নিয়ে পূর্বাভাস দিলেন তা নিয়ে রাজনৈতিক মহলে কাটাছেঁড়়া শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, দলীয় কর্মীদের মধ্যে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস তুলে ধরতেই এজাতীয় মন্তব্য করেছেন মমতা। অনেকে বলেছেন, দলীয় কর্মীদের এখন থেকেই চাঙ্গে করেতেই এজাতীয় মন্তব্য করেছেন দলনেত্রী। তাঁর দলের বিরুদ্ধে ওঠা একাধিক দুর্নীতি-স্বজনপোষণের অভিযোগে কিছুটা হলেও বিপর্যস্ত ঘাসফুল শিবিরের নিচু তলার কর্মীরা।

Read more Photos on
click me!

Recommended Stories