জেসিবি গ্যাং-এর পাশে বসে রয়েছেন তৃণমূল বিধায়ক! ছবি প্রকাশ্যে আসতেই তুমুল হইচই

Published : Jul 03, 2024, 07:47 AM ISTUpdated : Jul 03, 2024, 01:58 PM IST
jcb chopra

সংক্ষিপ্ত

জেসিবি গ্যাং-এর পাশে বসে রয়েছেন তৃণমূল বিধায়ক! ছবি প্রকাশ্যে আসতেই তুমুল হইচই

গ্রেফতার তৃণমূল নেতা জেসিবি। কিন্তু এখনও চোপড়ায় ত্রাস কাটেনি। রীতিমতো ভয়ে কাঁপছে চোপড়া। বাইরে বেরলেই ঘরে বেড়াচ্ছে জেসিবি গ্যাং। শুধু জেসিবি নয়, বন্দুক রাস্তায় বন্দুক নিয়ে দাপট চালায় জেসিবি, বুলডোজার রোলারও। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে বেশ কিছু ছবি। যাতে জেসিবি সদস্যদের হাতে বন্দুক, রাইফেল দেখা গিয়েছে।

ইতিমধ্যেই জেসিবি গ্যাঙের ছবিও প্রকাশ্যে এনেছে কংগ্রেস। জেসিবি গ্যাঙের মাথায় হাত রয়েছে খোদ বিধায়কের বলে দাবি বিরোধীদের। এ প্রসঙ্গে চোপড়ার ব্লক কংগ্রেস সভাপতি মহম্মদ মসিরুদ্দিন জানান, "আমরা পঞ্চায়েত নির্বাচনের সময়ে দেখেছি তো, কীভাবে বন্দুকহাতে খুল্লামখুল্লা ঘুরে বেড়াচ্ছে ওরা। পুলিশ সামনে থেকে দাঁড়িয়ে দেখেছে। কেবল জেসিবি-কে দোষ দিলেই হবে না। জেসিবির সঙ্গে বুলডোজার আছে, রোলার-ট্রাক্টর রয়েছে। "

অন্যদিকে বিজেপির মতও এক বিজেপি নেতা শঙ্কর ঘোষের জানিয়েছেন, “শুধু চোপড়া নয়, রাজ্যের একাধিক প্রান্তে একই পরিস্থিতি। বাংলায় তৈরি হচ্ছে একাধিক গ্যাঙ।” এ প্রসঙ্গে বিধায়ক হামিদুল রহমান জানান, "দোষ তো মহিলারাও, স্বামী-সন্তান রয়েছে, অন্য পুরুষের সঙ্গে চলে গিয়েছে। ওঁ দুশ্চরিত্র।" এরপরেই ব্যপক বিতর্কের সূত্রপাত হয়েছে।

ইতিমধ্যেই তৃণমূলের তরফ থেকে বিধায়ক হামিদুলকে শোকজ করা হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।

 

PREV
click me!

Recommended Stories

শেষ হল এনুমারেশন ফর্মের কাজ, ভোটার তালিকা থেকে বাদ পড়লেন কতজন? রইল নয়া আপডেট
কলকাতায় ফের পারদপতন, জারি কুয়াশার সতর্কতা, দেখে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া