লোকসভা কেন্দ্র পিছু ২কোটি করে টাকা ঢেলেছে তৃণমূল? বিজেপি কর্মীদের কিনে নিয়েছেন অভিষেক! বিস্ফোরক তথ্য ফাঁস

Published : Jun 03, 2024, 03:31 PM ISTUpdated : Jun 03, 2024, 03:55 PM IST
abhishek banerjee gives big warnings to reveal new documents

সংক্ষিপ্ত

দীর্ঘ দেড় মাস ব্যাপী ২০২৪ লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব চলেছে। আগামী ৪ জুন প্রকাশিত হবে ফলাফল। তার আগে এই দাবি চাঞ্চল্য তৈরি করেছে। কী জানা যাচ্ছে?

ভোটগ্রহণের পর প্রকাশ্যে এসেছে একাধিক বুথ ফেরত সমীক্ষা। যার মধ্যে বেশিরভাগ সমীক্ষাতেই দাবি করা হয়েছে, ফের একবার কেন্দ্রে সরকার গড়তে চলেছে BJP। সেই সঙ্গেই বাংলাতেও আরও একবার গেরুয়া ঝড় ওঠার পূর্বাভাস দেওয়া হয়েছে। এরই মাঝে বিস্ফোরক দাবি করল বিজেপি। তৃণমূল কংগ্রেস নাকি প্রতি লোকসভা কেন্দ্র পিছু টাকা ঢেলেছে। তাও আবার ২ কোটি করে!

বিষ্ণুপুরের BJP প্রার্থী সৌমিত্র খাঁয়ের বিস্ফোরক দাবি শোরগোল পড়ে গিয়েছে। দীর্ঘ দেড় মাস ব্যাপী ২০২৪ লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব চলেছে। আগামী ৪ জুন প্রকাশিত হবে ফলাফল। তার আগে এই দাবি চাঞ্চল্য তৈরি করেছে। কী জানা যাচ্ছে?

বিজেপির তরফে সৌমিত্র খাঁ বলছেন এক-একটা লোকসভা কেন্দ্রে কম করে ১৪৪ জন করে এজেন্ট থাকবেন। এবার কেউ যদি ১ লাখ কিংবা ৫০,০০০ টাকায় বিক্রি হয় তাহলে ‘খুব ক্ষতি’, ‘জীবন শেষ’ বলে মন্তব্য করেন তিনি। একইসঙ্গে বিষ্ণুপুরের পদ্ম প্রার্থী বলেন, ‘TMC-র প্রত্যেকটা লিডারের দিকে নজর রাখবেন। যারা যাবেন, একদম সেইভাবে শায়েস্তা করবেন। অভিষেকবাবু হারছেন’। সেই সঙ্গেই সৌমিত্রর হুঁশিয়ারি, বিষ্ণুপুরে যারা এসব করতে যাবেন, তাঁদের আমরা ঠিক ধরে নেব।

রবিবার রাতে ফেসবুকে লাইভ এসেছিলেন বিষ্ণুপুরের বিদায়ী সাংসদ তথা পদ্ম প্রার্থী সৌমিত্র। প্রায় মিনিট চারেক লাইভ ছিলেন তিনি। সেখানে তিনি দাবি করেন, তৃণমূল কংগ্রেস টাকা দিয়ে BJP-র এজেন্টদের কিনতে চাইছে। প্রত্যেক লোকসভা পিছু ২ কোটি টাকা ‘অ্যালট’ করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

ফেসবুক লাইভে দলীয় কর্মীদের পাশে থাকার বার্তা দেওয়ার পাশাপাশি ‘টেবিল ধরে ধরে লড়াই’য়ের কথাও বলেন সৌমিত্র। কোনও রকম সমস্যা হলে সঙ্গে সঙ্গে অবজারভারদের জানানোর পরামর্শ দিয়েছেন তিনি। ‘ভেতরে ছাড়বেন না। প্রত্যেকটা টেবিল ধরে ধরে লড়াই শুরু করবেন’, বলেন BJP-র এই দাপুটে নেতা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

পৌষের শুরুতেই জাঁকিয়ে শীত নয়, স্বাভাবিকের উপরেই পারদ! রইল আবহাওয়ার বিরাট আপডেট
'২৬-এর নির্বাচনে বিজেপি গো-হারা হারবে' মন্তব্য অভিষেকের, পাল্টা দিলেন শুভেন্দু