News Round Up: ডিভিসি-র জলে বানভাসি বাংলা থেকে পাকিস্তানকে তোপ ভারতের, সারাদিনের খবর এক ক্লিকে

Published : Oct 03, 2025, 08:42 PM IST
News RoundUp

সংক্ষিপ্ত

সারা দিনের সেরা খবর, গোটা দিনের বাছাই করা খবর, যা না পড়লেই নয়। আজকের সেরা পাঁচটি খবরে নজর বুলিয়ে নিন এক মিনিটে। একটা ক্লিকেই গোটা দুনিয়ার সেরা খবর পেয়ে যান এশিয়ানেট বাংলার নিউজ রাউন্ড আপে।

১. একদিকে নিম্নচাপের প্রভাবে প্রবল বৃষ্টি। অন্যদিকে ডিভিসির ছাড়া জলে নদীগুলির বানভাসি অবস্থা। রীতিমতো বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পুজোয় ডিভিসির ছাড়া জল আর ঘূর্ণাবর্তেপ প্রভাবে প্রবল বৃষ্টিতে প্লাবিত শহর কলকাতা সহ মফস্বল অঞ্চল। যা নিয়ে ফের ডিভিসি-কে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

'ডিভিসি-র ছাড়া জলেই উৎসবের মাঝে বাংলায় বিপর্যয়', রাজ্যের প্লাবন পরিস্থিতি নিয়ে সরব মুখ্যমন্ত্রী

২. জঙ্গি ইস্যুতে ফের পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি ভারতের। শুক্রবার ভারতীয় সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের রাষ্ট্র-সমর্থিত সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে, অন্যথায় তাদের ঐতিহাসিক এবং ভৌগোলিক অস্তিত্ব বিপন্ন হবে। কোনও রকম রাখঢাক না রেখেই জেনারেল দ্বিবেদী আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলেন, যদি আবার উসকানি দেওয়া হয়, তাহলে ভারত ‘অপারেশন সিন্দুর ১.০’-এর সময়কার মতো কোনও সংযম দেখাবে না। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

'ইতিহাস-ভূগোলে জায়গা পেতে হলে জঙ্গিদের পৃষ্ঠপোষকতা বন্ধ করুন', পাকিস্তানকে হুঁশিয়ারি সেনা প্রধানের

৩. মার্কিন যুক্তরাষ্ট্রের ল্যাপসাইডেড ট্যারিফ (একপেশে শুল্ক) নীতি নিয়ে তীব্র সমালোচনা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin)। তিনি স্পষ্ট ভাষায় জানান, একদিকে যখন ওয়াশিংটন ভারতকে (India) মস্কো থেকে জ্বালানি আমদানি বন্ধ করার জন্য চাপ দিচ্ছে, ঠিক তখনই আমেরিকা রাশিয়া থেকে ইউরেনিয়াম কিনছে। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

'ভারতকে নিষেধ করছে, অথচ নিজেরা সস্তায় ইউরেনিয়াম কিনছে', ট্রাম্পকে 'ভণ্ড' বলে কটাক্ষ পুতিনের

৪. প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগে রাজ্যজুড়ে দুর্নীতিতে এবার আদালতে চার্জশিট জমা দিলো সিবিআই। শুক্রবার আলিপুর ব্যাঙ্কশাল কোর্টে ৭০ পাতার সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয় সিবিআই। সেখানে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে উঠে এসেছে একাধিক হাইপ্রোফাইল ব্যক্তির নাম। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে আদালতে পেশ চূড়ান্ত চার্জশিট, তালিকায় কাদের নাম? জানুন এক ক্লিকে

৫. কয়েকদিন আগেই যৌথ সম্মতিতে ইস্টবেঙ্গলের (East Bengal FC) সঙ্গে চুক্তি ছিন্ন করার কথা ঘোষণা করেছেন। এরপরেই নতুন দল পেয়ে গেলেন ফরাসি (French) মিডফিল্ডার মাদি তালাল (Madih Talal)। তিনি এক বছরের চুক্তিতে জামশেদপুর এফসি-তে (Jamshedpur FC) যোগ দিলেন। চলতি মরসুমে ট্রান্সফার উইন্ডো শেষ হওয়ার আগেই ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি ছিন্ন করার কথা ঘোষণা করায় এবার নতুন দলে যোগ দিতে কোনও বাধা নেই। জামশেদপুর এফসি এখন নতুন করে দল গড়ে তোলার চেষ্টা করছে। আইএসএল-এর (Indian Super League) এই ফ্র্যাঞ্চাইজির প্রধান কোচ খালিদ জামিল (Khalid Jamil) দল ছেড়ে জাতীয় দলের (Indian Football Team) প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

সুপার কাপ ২০২৫: ইস্টবেঙ্গল ছেড়ে দেওয়ার পরেই নতুন দল পেয়ে গেলেন মাদি তালাল

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

'বাবরি মসজিদ তৈরি হবেই, হবেই, হবেই', ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে বাজেট ঘোষণা হুমায়ুন কবীরের
'মমতা আগুন নিয়ে খেলছেন', হুমায়ুনকে দিয়ে মরুকরণের রাজনীতি করছে বলে অভিযোগ বিজেপির