
আবাস যোজনায় (Awas Yojana ) টাকা খেয়ে প্রকৃত প্রাপকদের বদলে অযোগ্যদের তালিকা নাম তুলে দেয়ার অভিযোগ উঠল দুই সরকারি কর্মচারীর (Govt employee) বিরুদ্ধে | তারা বিডিও অফিসে কর্মরত | এদের বিরুদ্ধে বনগাঁ (Bangaon) ব্লক প্রশাসনের পক্ষ থেকে গোপালনগর থানায় অভিযোগ করা হয়েছে | প্রাক্তন বিধায়ক তথা তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস বলেন পঞ্চায়েত অভিযোগ করেছিল কোথাও পদবি পরিবর্তন করে একাধিক দুর্নীতি করা হয়েছে | জেলা শাসক কে জানিয়েছিলাম বিষয়টি | দুজন কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে ব্লক প্রশাসনের পক্ষ থেকে | আমরা চাই আরও স্বচ্ছ হবে হোক অবসর কাজ| যারাই এই চক্রের সঙ্গে যুক্ত তাদের প্রত্যেককে গ্রেফতার করে ব্যবস্থা কথা বলেছি |
বাংলার বাড়ি প্রকল্পের দুর্নীতির বিষয় নিয়ে বিরোধীরা সরব হয়েছে | বিজেপি বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মন্ডল বলেন এই দুজন শুধু জড়িত না এর মধ্যে তৃণমূলের লোকজন রয়েছে একাধিক এলাকায় একাধিক বিডিও ও কর্মীরা যুক্ত রয়েছে | বনগাঁ উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া বলেন আমরা বারবার দুর্নীতির অভিযোগ তুলছি | এই অভিযোগ থেকে সেগুলি যে সত্য সেটাই প্রমাণিত হলো | তৃণমূল যেখানে সেখানে দুর্নীতি। তৃণমূলকে সঙ্গে নিয়েই দুর্নীতিগুলো করা হয়েছে |
সম্প্রতি বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির ৬০ হাজার টাকা দিয়েছে তৃণমূল কংগ্রেস। বাড়ি তৈরির কাজ শুরু করা নির্দেশ দিয়েছে। এই মর্মে কোথাও যাতে দুর্নীতি না হয় তার দিকে কড়া নজর রাখতে নির্দেশও দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বাংলা বাড়ি প্রকল্প নিয়ে ইতিমধ্যেই দুর্নীতির অভিযোগ উঠতে শুরু করেছে। কেন্দ্রীয় সরকার নামের তালিকায় গরমিল রয়েছে এই অভিযোগ তুলেছিল। তা সংশোধন করার প্রস্তাবও দিয়েছিল। কিন্তু কেন্দ্রীয় সরকারের আবাস যোজনার পরিবর্তে রাজ্য সরকার নিজেরাই বাংলার বাড়ি প্রকল্প চালু করেছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।