বাড়ি থেকে বেরিয়েও দিতে যাওয়া হল না পরীক্ষা, পথেই মৃত্যু ২ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর

Published : Sep 10, 2025, 02:57 PM IST
dead body

সংক্ষিপ্ত

Malda Death News: পরীক্ষা দিতে বেরিয়েও দিতে যাওয়া হল না জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা। পথেই মর্মান্তিক মৃত্যু দুই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর। বিশদে জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন…

Malda News: বাইকে চেপে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার পরীক্ষা দিতে যাওয়ার সময় পিক্যাপ গাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু দুই পরীক্ষার্থীর। বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা তৈরি হয়েছে মালদহের রতুয়া থানার সামসী মতিগঞ্জ সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে, মৃত দুই পরীক্ষার্থীর মধ্যে একজনের নাম তন্ময় প্রামাণিক এবং অপরজনের নাম মহম্মদ রেহান। 

দুজনেরই বাড়ি পুখুরিয়া থানার শ্রীপুরের বল্লভপুর এলাকায়। দুজনেই সামসী এগ্রিল হাইস্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র। বুধবার তাদের উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ইংরেজি পরীক্ষা ছিল। পরীক্ষার সিট পড়েছিল রতুয়া হাইস্কুলে। তাই এদিন তারা দুই বন্ধু মিলে বাইকে চেপে পরীক্ষা দিতে রতুয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। কিন্তু দুজনের কেউই আর পরীক্ষা কেন্দ্র পৌছতে পারল না। সামসীর মতিগঞ্জ পার করেই তারা দুর্ঘটনার কবলে পড়ে। 

রতুয়ার দিক থেকে আসা একটি পিক্যাপ গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তাদের মর্মান্তিক মৃত্যু হয়। এই খবর চাউর হতেই ঘটনাস্থলে বহু মানুষের ভিড় জমে যায়। মৃতদের পরিবার কান্নায় ভেঙে পড়েন। যাকে কেন্দ্র করে 'গভীর শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। 'এদিকে এই দুর্ঘটনার পরপরই সামসী ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। প্রথমে পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পরে রতুয়া-সামসী রাজ্য সড়কে যান চলাচল স্বাভাবিক করে।

অন্যদিকে, সোমবার ৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টারের পরীক্ষা। পরীক্ষা চলবে আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৬ লক্ষ ৬০ হাজার জন। প্রশ্নপত্র নিয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা করেছে মধ্যশিক্ষা পর্ষদ। আগেই জানানো হয়েছে, পরীক্ষা হলে কোনও ধরনের ক্যালকুলেটর বা ইলেকট্রনিক গ্যাজেট ব্যবহার নিষিদ্ধ। ফলে উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টারের পরীক্ষা নির্বিঘ্নে মেটাতে বদ্ধপরিকর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

প্রতিদিন পরীক্ষা শুরু হবে সকাল ১০টা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত। তবে মিউজিক, ভিস্যুয়াল আর্টস এবং বৃত্তিমূলক বিষয়ের ক্ষেত্রে পরীক্ষা চলবে সকাল ১০টা থেকে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত। এ বছরের মোট পরীক্ষার্থী সংখ্যা- ৬.৬০ লক্ষ। এর মধ্যে ছাত্র: ৪৩.৯৭%। ছাত্রী: ৫৬.০৩%। গতবারের তুলনায় পরীক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৭৯,৫৮২ জন। পরীক্ষা কেন্দ্র মোট জেলা: ২৩টি জেলা। মোট প্রধান কেন্দ্র (Main Venue): ৮১৮টি। এবং মোট ভেন্যু: ২১০৬টি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

অষ্টম পে কমিশনের মাঝে নয়া চমক, DA বাড়ছে সরকারি কর্মীদের, এক ক্লিকে জেনে নিন বিস্তারিত
Humayun Kabir : 'মুর্শিদাবাদে বাবরি মসজিদ হবেই, হিম্মত দেখব আমায় কে আটকায়' শিলান্যাসের পরেই হুঙ্কার হুমায়ুনের