রাস্তায় জমা জলই যেন মরণফাঁদ, হাওড়া ও কলকাতায় প্রায় গেল দুই যুবকের

ঘূর্ণিঝড় 'দানা'র প্রভাবে কলকাতা ও হাওড়ায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। রাস্তার জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবানীপুরে এক যুবকের মৃত্যু হয় এবং হাওড়ায় জমা জলের মধ্যে পড়ে গিয়ে আর এক ব্যক্তি মারা যান।

ঘূর্ণিঝড় ‘দানা’-র প্রভাবে ঘটে চলেছে একের পর এক অঘটন। কলকাতা ও হাওড়ায় প্রাণ গেল দুই ব্যক্তির। রাস্তার জমা জল প্রাণ কাড়ল তাঁদের। শুক্রবার হাওড়া ও কলকাতা শহরে ঘটেছে দুর্ঘটনা।

রাস্তার জমা জলে পড়ে থাকা বিদ্যুতের তার পায়ে জড়িয়ে বিপত্তি। প্রাণ গেল ভবানীপুরের এক যুবকের। নিহতের নাম সৌরভ গুপ্ত। বছর পঁচিশ বয়স যুবকের। সে ভুজিয়া বিক্রি করে বলে জানা গিয়েছে। পরিবারের সে এখাই আয় করে বলে শোনা গিয়েছে। তাঁর মৃত্যুর পর কীভাবে সংসার চলবে তা নিয়ে উদ্বেগ পরিবারের সকলের মধ্যে।

Latest Videos

ভবানীপুরের জাস্টিস দ্বারকানাথ রোডের বাসিন্দা সৌরভ গুপ্ত। শুক্রবার দুপুরের দিকে ব্যক্তিগত কাজে বাড়ি থেকে বের হয়েছিল সে। জলমগ্ন এলাকা দিয়ে যেতে গিয়ে হল বিপত্তি। জলের মধ্যে পড়েছিল বিদ্যুতের তার। সেই তার জড়িয়ে প্রয়াত হল সেই যুবক। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

এদিকে শুক্রবারই জমা জলের কারণে হাওড়ায় প্রয়াত হলেন গৌতম চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তি। জমে থাকা জল কাড়ল এই যুবকের প্রাণ। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়া পুরসভার ৪২ নম্বর ওয়ার্ডের তাঁতিপাড়ায়। ৩৮ বছর বয়স ওই যুবকের। বাড়ির কাছেই জমা জলের নিচে থাকা গর্তে হোঁচট খেলে পড়ে যায়। জ্ঞান হারিয়ে পড়ে যায় সে। দীর্ঘক্ষণ পড়ে ছিল সে। কেউ তুলতে আসনি বলে খবর। শেষে পুলিশ আসে ঘটনাস্থলে। চ্যাটার্জিহাট থানার পুলিশ এসে ওই যুবককে উদ্ধা করে। তারপর তাঁকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করে।

 

Share this article
click me!

Latest Videos

ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন