আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকু়ড়াতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
ঘূর্ণিঝড় দানা ল্যান্ডফলের পর দুর্বল হয়ে গেলেও প্রভাব থাকবে আগামী ৬ দিন। তেমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। আর তার জেলেই কালীপুজো পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না আবহাওয়াবীদরা।
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকু়ড়াতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলিতে বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। কোথাও ৭-২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পরে বলেও সতর্ক করা হয়েছে। বৃষ্টি লাল সতর্কতা রয়েছে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও ঝাড়গ্রামে। এই জেলাগুলিতে অত্যন্ত ভারী বৃষ্টিহতে পরে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই কমবেশি বৃষ্টি হবে বলেও পূর্বভাস দিয়েছে হাওয়া অফিস। শনিবার পর্যন্ত বৃষ্টি হবে বলেও জানিয়েছে হাওয়া অফিস।
কিন্তু তারপেরও যে দুর্যোগ কাটছে তেমনা নয়। আগামী ৬ দিন দভিণবঙ্গে সবকটি জেলাতে কমবেশি বৃষ্টিহবে। বিক্ষিপ্ত অথবা হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলেও জানিয়েছে হাওয়া অফিস। যার কারণে কালীপুজোতেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পরে বলেও পূর্বাভাস। তবে উত্তরবঙ্গে কোথায়ও বৃষ্টির পূর্বাভাস নেই।
বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ‘ডেনা’ বৃহস্পতিবার রাতে আছড়ে পড়েছে ওড়িশার উপকূলে। শুক্রবার সকাল পর্যন্ত ‘ল্যান্ডফল’ প্রক্রিয়া চলেছে। বিকেলের মধ্যে তা শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার কথা। ঘূর্ণিঝড়ের তেমন প্রভাব বাংলার উপকূলে না পড়লেও এর প্রভাবে বৃষ্টি চলবে, জানিয়েছে হাওয়া অফিস।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।