
মধ্যমগ্রাম আবারও খবরের শিরোনামে। এবার এক মাধ্যমিক পরীক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগ দুই কিশোরেরে বিরুদ্ধে। এমন কি সেই মুহূর্তের ভিডিয়ো তোলা হয় বলে জানা যায়। বয়স ১৮ না পেরোলেও অভিযু্ক্ত দুইজনের অপরাধের অভিযোগ সামনে আসতেই শিউরে উঠছেন প্রতিবেশীরা। স্থানীয় সূত্রে খবর, একটি ভাড়া বাড়িতে অভিযুক্ত ছেলেদুটি তাকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এই ঘটনায় একজনকে ধরা গেলেও অপরজন পলাতক।
মাধ্যমিক পরীক্ষার্থীকে গণধর্ষণ করার অভিযোগ দুই কিশোরের বিরুদ্ধে। শুধু তাই নয়, ওই দুই কিশোর সেই গণধর্ষণের ভিডিয়ো তুলে রাখে । আর সেই সুযোগ নিয়ে বারবার ব্ল্যাকমেল করে যৌন নির্যাতন করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। ভাড়াবাড়িতে নিয়ে গিয়ে ওই মাধ্যমিক পরীক্ষার্থীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের সারদাপল্লির মাঠপাড়া এলাকায় শোরগোল পড়ে গিয়েছে।মধ্যমগ্রাম থেকে ইতিমধ্যেই এক কিশোর ধরা পড়লেও অপর এক পলাতক কিশোরের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
এলাকাবাসীদের অভিযোগ, ওই নাবালিকাকে কথা জালে ফাঁসিয়েছে বলেই মেয়েটিকে ওই ভাড়া বাড়িতে গেছিল ছেলেদুটি। সেখানেই তাকে যৌন হেনস্থা করে তার ভিডিও তুলে রাখে। তারপর সেটা দেখিয়েই চলত তাকে ব্ল্যাকমেল করার কাজ। ঘটনাটি শুক্রবার বিকেলে ঘটেছে বলে খবর মেলে। নাবালিকা বাড়িতে এসে গোটা বিষয়টি প্রকাশ করতেই এলাকার জানাজানি হয়। সাময়িক উত্তেজনা তৈরি হয়, পুশিশের তৎপরতায় এক কিশোর ধরা পড়ে। জানা গেছে, অভিযুক্তদের বয়স ১৮ বছর এখনও হয় নি। তাই সাবালক না হওয়ার অজুহাতে এত বড় অপরাধ করে যাতে তারা ছাড় না পায় তারই দাবি তুলেছে এলাকাবাসী। কড়া শাস্তির পক্ষে মত দিয়েছেন এলাকার প্রত্যেকেই। স্থানীয়রা জানিয়েছেন, এই বয়সেই যদি এরা এতবড় অপরাধ করে লঘু শাস্তি ভোগ করে তবে হয়ত ভবিষ্যতে এরা আরও কোন বড় অঘটন ঘটাতেও পারে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।