পুলিশের পরিচয় দিয়ে দুই তৃণমূল কর্মীর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ! ভিডিও-তে দেখেই গ্রেফতার

Published : Mar 08, 2025, 01:53 PM IST
Money

সংক্ষিপ্ত

পুলিশ পরিচয় দিয়ে দুষ্কৃতীরা মাছ ব্যবসায়ীদের মারধর করে এবং ভ্যান থেকে প্রায় ৪০ হাজার টাকার মাছ ছিনতাই করে।ব্যবসায়ীর অভিযোগ, তাঁকে মারধর করে টাকা ছিনতাই করে নেয় দুষ্কৃতীরা। সিসি ক্যামেরার ফুটেজ দেখে এক অভিযুক্তকে শনাক্ত করা গিয়েছে।

পুলিশের পরিচয় দিয়ে দুই তৃণমূল কর্মীর বিরুদ্ধে ব্যবসায়ীদের কাছ থেকে ছিনতাইয়ের অভিযোগ উঠল। ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার নিউ বারাকপুরে। মাছ ও সবজি ব্যবসায়ীদের মারধর করে টাকা ও মাছ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এই ঘটনায় নাম জড়িয়েছে পুরসভার এক অস্থায়ী কর্মী তথা যুব তৃণমূলের একটি ওয়ার্ডের সভাপতি এবং তাঁর দলবলের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরবেলাতে নিউ বারাকপুর থানা এলাকায় এই ঘটনা ঘটে। অভিযোগ, পুলিশ পরিচয় দিয়ে দুষ্কৃতীরা মাছ ব্যবসায়ীদের মারধর করে এবং ভ্যান থেকে প্রায় ৪০ হাজার টাকার মাছ ছিনতাই করে। সবজি ব্যবসায়ীর অভিযোগ, তাঁকে মারধর করে প্রায় সাড়ে ছ’হাজার টাকা ছিনতাই করে নেয় দুষ্কৃতীরা। সিসি ক্যামেরার ফুটেজ দেখে এক অভিযুক্তকে শনাক্ত করা গিয়েছে। জানা গেছে, তিনি পুরসভার অস্থায়ী কর্মী ও তৃণমূলের যুব নেতা। পুলিশ দুটি অভিযোগ দায়ের করেছে। একজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে, অন্যজনের খোঁজে তল্লাশি চলছে। 

পুলিশ সূত্রে জানা যায়, মূল অভিযুক্তের নাম শাওন হালদার, তিনি পুরসভার অস্থায়ী কর্মী এবং যুব তৃণমূলের একটি ওয়ার্ডের সভাপতি। গ্রেপ্তার হওয়া অভিযুক্তের নাম সুগত বিশ্বাস। নিউ বারাকপুরের পুরসভার চেয়ারম্যান প্রবীর সাহা বলেন, অভিযোগ সত্যি হলে আইনানুগ ব্যবস্থা নেবে পুলিস প্রশাসন।

পুলিশ কমিশনার অজয় ঠাকুর জানিয়েছেন, দুটি অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অপর অভিযুক্তের খোঁজ চলছে। ঘটনার তদন্ত চলছে এবং পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য তৎপর রয়েছে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে এবং তারা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। এই ঘটনা প্রকাশ্য়ে আসতেই চরম অস্বস্তিতে পড়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তবে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, দোষ প্রমানিত হলে সে উপযুক্ত শাস্তি পাবে। তবে ঘটনা জানাজানি হওয়ায় ওই রাস্তা দিয়ে যেতে আশঙ্কা প্রকাশ করেছেন অনান্য ব্যবসায়ীরা। অনেকেই বললেন, রক্ষক হয়ে ভক্ষকের কাজ করছে এরা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি
Dilip Ghosh: বাংলায় ‘বাবরি মসজিদ’! বিজেপির দিলীপ হুমায়ুনকে দিলেন চরম উপদেশ