
এক নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে স্থানীয়রা রাগে এলাকার একটি বাড়িতে ভাঙচুর ও আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করেন । এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরের বৃন্দাখালি পঞ্চায়েত এলাকায়।
স্থানীয় সূত্রের খবর, নাথাপাড়া এলাকার ওই নাবালিকা শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে কিছুটা দূরে একটি দোকানে গিয়েছিলেন। অভিযোগ, দোকান থেকে ফেরার পথে স্থানীয় মাঝপুকুর গ্রামের দুই যুবক তাকে মুখ চেপে এলাকার এক নির্মীয়মান বাড়িতে তুলে নিয়ে যায়। নাবালিকা চিৎকার করলেও এলাকায় একটি অনুষ্ঠানে মাইকের শব্দে তার চিৎকার কেউ শুনতে পায়নি। এলাকার এক ফাঁকা ঘরে নিয়ে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা হয় বলে অভিযোগ। এদিকে বাড়িতে ফিরে মেয়ে না দেখতে পেয়ে খুঁজতে বেরোন মা । খুঁজতে খুঁজতে ওই বাড়ির দিকে যেতেই মেয়েকে দেখতে পান তার মা। মহিলাকে দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুই যুবক। প্রাথমিক ভাবে লোক লজ্জার ভয়ে কাউকে কিছু জানাননি ওই মহিলা। পরে জানাজানি হতেই সকালে ওই বাড়িতে ভাঙচুর চালায় স্থানীয় লোকজন। আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
স্থানীয় এক ব্যক্তি জানালেন, এলাকায় একটি বাড়ি রয়েছে সেখানে কেউ থাকেনা । জায়গাটাও বেশ নিরিবিলি । মেয়েটি দোকান থেকে ফেরার সময় দুটি ছেলে তাকে তুলে নিয়ে যায়। এবং মেয়েটিকে ভয় দেখাতে থাকে। কোন খারাপ উদ্দেশ্য়েই নিয়ে গিয়েছিল বলে জানান তিনি । বাড়িতে মেয়ে না ফেরায় তাকে খুঁজতে বের হন তার মা। অনেকক্ষণ খোঁজার পর ওই বাড়ির কাছে যেতেই মেয়েকে খুঁজে পায় । অভিযু্ক্তরা পালিয়ে গেলেও দোযীদের দৃষ্টান্তমূলক শাল্তীর দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশের বিশাল বাহিনী। গোটা ঘটানার তদন্তে নেমেছে পুলিশ।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।