পর্যটক ও ভক্তদের গাড়ি আটকে পুলিশকর্মীদের টাকা তোলার ভাইরাল ভিডিও ঘিরে বেশ জল্পনা তৈরি হয়েছে। তৈরি হয়েছে আতঙ্ক, সেই সঙ্গে উঠছে বেশ কয়েকটি প্রশ্ন।
বীরভূম জেলায় একাধিক তীর্থস্থান রয়েছে। রয়েছে পর্যটনকেন্দ্রও। প্রত্যেকদিন অসংখ্য ভক্ত কঙ্কালীতলা, তারাপীঠের মতো পর্যটনকেন্দ্র রয়েছে। সেখানে ঘুরতে যান হাজার হাজার ভক্ত। শুধু এ রাজ্যে থেকেই নন, পার্শ্ববর্তী অনেক রাজ্য থেকেই সেখানে ঘুরতে যান পর্যটকরা। এবার সেখান থেকেই এল আশঙ্কার খবর। পর্যটক ও ভক্তদের গাড়ি আটকে পুলিশকর্মীদের টাকা তোলার ভাইরাল ভিডিও ঘিরে বেশ জল্পনা তৈরি হয়েছে। তৈরি হয়েছে আতঙ্ক, সেই সঙ্গে উঠছে বেশ কয়েকটি প্রশ্ন।
পর্যটক ও ভক্তদের গাড়ি আটকে তাদের থেকে টাকা তোলার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বীরভূম জেলার রামপুরহাটের ঘটনা। জেলা পুলিশ সুপারের নির্দেশে পুলিশ লাইন থেকে ছয় পুলিশকর্মীকে নিয়ে ক্যাম্প তৈরি করা হয়। সেই ক্যাম্পেই পুলিশকর্মীদের টাকা তোলার ভাইরাল ভিডিও ঘিরে জেলার পুলিশমহলেও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে এক অবাক করা ছবি। পুলিশকর্মীদের টাকা দাবি করার বিরোধিতা করেন এক গাড়িচালক। কেন টাকা নেওয়া হচ্ছে জিজ্ঞাসা করায় তাঁকে ঠেলে পুলিশ ক্যাম্পের ভিতর ঢুকিয়ে দেওয়া হয়। তারপরই ক্যাম্পের দরজা বন্ধ করে দেওয়া হয়। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি।
রামপুরহাট থানার অন্তর্গত হস্তিকান্দা সীমান্তের পুলিশ ক্যাম্পের এই ভিডিও আতঙ্ক ছড়িয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, গাড়ি থামিয়ে টাকা তুলছেন সেখানে কর্মরত পুলিশকর্মীরা। অভিযোগ সামনে আসার পর রামপুরহাটের SDPO-র নির্দেশে পুলিশকর্মীদের একটি দল হস্তিকান্দায় পৌঁছয়। ওই পুলিশকর্মীদের সাসপেন্ড করা হয়েছে। এ প্রসঙ্গে বীরভূম জেলা পুলিশের সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় বলেন, 'আমি এই নিয়ে এখনই কোনও মন্তব্য করব না।'