HS Topper List 2025: গত ১০ বছরে উচ্চ মাধ্যমিকে দুরন্ত সাফল্য, প্রথম দশে কারা? দেখুন তালিকা

Published : May 07, 2025, 02:28 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

HS Examination Result 2025: পরীক্ষার ৫০ দিনের মাথায় প্রকাশ পেল উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। পরীক্ষায় ফল বেরতেই সাফল্য ধরে রেখেছে জেলাগুলি। জানুন বিশদে… 

HS Examination Result 2025: পরীক্ষার ৫০ দিনের মাথায় প্রকাশ পেল উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। পরীক্ষায় ফল বেরতেই দেখা গেল এবছরও শহরের ছেলেমেয়েদের পিছনে ফেলে জেলার জয়জয়াকার। রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছে বর্ধমানের রূপায়ণ পাল। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭। রূপায়ণ সে বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র।

এক নজরে দেখুন রাজ্য উচ্চ মাধ্যমিকের শীর্ষস্থান দখল করল কারা? কোন কোন জেলা (HS 2025 Topper Update):-

জানা গিয়েছে চলতি বছরে রেগুলার ভিত্তিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন ৪ লক্ষ ৭৩ হাজার ৯১৯ জন পরীক্ষার্থী। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪ লক্ষ ৩০ হাজার ২৮৬ জন পরীক্ষার্থী। ২০২৪ সালে পাশের হার ছিল ৯০ শতাংশ, যা এবছর বেড়ে হয়েছে ৯০.৭৯ শতাংশ। ছাত্রদের পাশের হার ৯২.৩ শতাংশ, ছাত্রীদের পাশের হার ৮৮.১৩ শতাংশ। মেধাতালিকায় মোট ৭২ জন কৃতী রয়েছেন, হুগলী জেলা থেকেই ১৪ জন মেধাতালিকায় জায়গা পেয়েছেন। শুধু তাই নয়, করোনাকাল বাদ দিলে গত ১০ বছরেরে রাজ্যে এবছর সেরা ফল হয়েছে উচ্চ মাধ্যমিকে।

প্রথম হয়েছেন রূপায়ন পাল। স্কুলের নাম: বর্ধমান সিএমএস স্কুল, জেলা: পূর্ব বর্ধমান। প্রাপ্ত নম্বর: ৪৯৭ (৯৯.৪ শতাংশ)।

দ্বিতীয় স্থানে রয়েছেন তুষার দেবনাথ। স্কুলের নাম: বক্সিরহাট হাই স্কুল, জেলা কোচবিহার। প্রাপ্ত নম্বর: ৪৯৬ (৯৯.২ শতাংশ)।

তৃতীয় স্থানাধিকারীর নাম রাজর্ষি অধিকারি। স্কুলের নাম: আরামবাগ হাই স্কুল, জেলা হুগলী। প্রাপ্ত নম্বর: ৪৯৫ (৯৯ শতাংশ)।

চতুর্থ স্থানাধিকারীর নাম সৃজিতা গোস্বামী। স্কুলের নাম: সোনামুখী গার্লস হাই স্কুল, জেলা: বাঁকুড়া। প্রাপ্ত নম্বর: ৪৯৪ (৯৮.৮ শতাংশ)।

পঞ্চম স্থানাধিকারী হয়েছেন ৬ জন। প্রত্যেকের প্রাপ্ত নম্বর: ৪৯৩ (৯৮.৬ শতাংশ)।

ঐশিকী দাস, স্কুলের নাম: মনীন্দ্রনাথ হাই স্কুল, জেলা: কোচবিহার।

প্রান্তিক গঙ্গোপাধ্যায়, স্কুলের নাম: আরামবাগ হাই স্কুল, জেলা: হুগলী।

তন্ময় পথিক, স্কুলের নাম: সোনারপুর বিদ্যাপীঠ হাই স্কুল, জেলা: দক্ষিণ ২৪ পরগনা।

বীরেশ ঘোষ, স্কুলের নাম: রামকৃষ্ণ বিদ্যাভবন, জেলা: পশ্চিম মেদিনীপুর।

ঋত্বিক পাল, স্কুলের নাম: কাটোয়া কাশীরাম দাস ইনস্টিটিউট, জেলা: পূর্ব বর্ধমান।

কুন্তল চৌধুরী, স্কুলের নাম: ভাতার এমপি হাই স্কুল, জেলা: পূর্ব বর্ধমান।

ষষ্ঠ স্থানে রয়েছেন ৮ জন। প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৪৯২ (৯৮.৪ শতাংশ)।

রৌণক গড়াই, স্কুলের নাম: শ্রী অরবিন্দ বিদ্যামন্দির, জেলা: হুগলী।

আরাফাত হোসেন, স্কুলের নাম: মুক্তারপুর হাই স্কুল, জেলা: হুগলী।

চয়ন দাস কবিরাজ, স্কুলের নাম: সাইঁথিয়া টাউন হাই স্কুল, জেলা: বীরভূম।

জয়দীপ পাল, স্কুলের নাম: মেমারি ভি.এম ইনস্টিটিউট, জেলা: পূর্ব বর্ধমান।

পরন্তপ মুখোপাধ্যায়, স্কুলের নাম: নব নালন্দা শান্তিনিকেতন হাই স্কুল, জেলা: বীরভূম।

দেবদত্তা মাঝি, স্কুলের নাম: কাটয়া ডিডিসি গার্লস হাই স্কুল, জেলা: পূর্ব বর্ধমান।

১৯৭৮ সাল থেকে ২০২৫ পর্যন্ত পুরনো সিলেবাসে শেষবারের মতো পরীক্ষা গ্রহণ করা হয়েছে। ২০২৬ সাল থেকে সেমিস্টার পদ্ধতিতে বছরে দু’বার করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। তৃতীয় সেমেস্টার শুরু হবে চলতি বছরের ৮ সেপ্টেম্বর, শেষ হবে ২২ সেপ্টেম্বর এবং চতুর্থ সেমেস্টার ২০২৬-এর ১২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

বিজ্ঞান বিভাগে পাশ করেছেন ৮৮ হাজার ২২ জন পরীক্ষার্থী। এই বিভাগে পাশের হার ৯৯.৪৬ শতাংশ। বাণিজ্য বিভাগে ৩০ হাজার ৮৮৭ জন পাশ করেছেন। পাশের হার ৯৭.৫২ শতাংশ। কলা বিভাগে পাশ করেছেন ৩ লক্ষ ৬১ হাজার ১০ জন পরীক্ষার্থী। পাশের হার ৮৮.২৫ শতাংশ। ২০২৪ সালে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭ লক্ষ ৬৪ হাজার ৪৪৮ জন। তার মধ্যে ‘রেগুলার ভিত্তিতে’ মোট পরীক্ষার্থী ছিলেন ৭ লক্ষ ৫৫ হাজার ৩২৪ জন। মোট পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন ৬ লক্ষ ৭৯ হাজার ৭৮৪ জন। পাশের হার ৯০ শতাংশ। যা এবছর বেড়ে হয়েছে ৯০.৭৯ শতাংশ। ছাত্রদের পাশের হার ৯২.৩ শতাংশ, ছাত্রীদের পাশের হার ৮৮.১৩ শতাংশ। মেধাতালিকায় মোট ৭২ জন কৃতী রয়েছেন, হুগলী থেকেই ১৪ জন মেধাতালিকায় স্থান করে নিয়েছে। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Samik Bhattacharya: ‘SIR বন্ধ করে দিন তবুও ২০২৬-এ তৃণমূল হারবে!’ চ্যালেঞ্জ শমীকের
এই বাংলাতেই কেন বাবরি মসজিদ? তৃণমূলের গভীর 'গেম প্ল্যান'? কী বললেন শুভেন্দু, অধীর, সুজন, শুভঙ্কর?