Visva Bharati University: এবার ব়্যাগিংয়ের অভিযোগ বিশ্বভারতীতে, তিন পড়ুয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারে কর্তৃপক্ষ

অভিযুক্ত দুই ছাত্রকে নিয়ে যাওয়া হয় বিশ্বভারতীর সেন্ট্রাল অফিসে। অভিযোগের ভিত্তিতেই বিশ্বভারতী ওই তিন ছাত্রের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করতে পারে বলেও জানা যাচ্ছে।

 

Ishanee Dhar | Published : Aug 22, 2023 7:43 AM IST / Updated: Aug 22 2023, 01:14 PM IST

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পর এবার ব়্যাগিংয়ের অভিযোগ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্ববিদ্যালয় চত্ত্বরে। ব়্যাগিংয়ের অভিযোগ তিন পড়ুয়ার বিরুদ্ধে। অভিযুক্ত ৩ ছাত্রের নাম শুভজ্যোতি সরকার, অঙ্কিত কুমার ও মণিশ কুমার। এই তিন পড়ুয়া হস্টেলে থাকা অপর এক ছাত্রকে ব়্যাগিং করেছেন বলেই অভিযোগ করা হচ্ছে। যদিও এখন পর্যন্ত এবিষয় কোনও লিখিত অভিযোগ জানানো হয়নি। তবে বিশবিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়নি। অভিযুক্ত দুই ছাত্রকে নিয়ে যাওয়া হয় বিশ্বভারতীর সেন্ট্রাল অফিসে। অভিযোগের ভিত্তিতেই বিশ্বভারতী ওই তিন ছাত্রের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করতে পারে বলেও জানা যাচ্ছে।

প্রসঙ্গত, সোমবার দুপুর ১২টা নাগাদ তদন্তকারীদের একটি দল মৃত ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর ড্যামি মডেল নিয়ে মেন হোস্টেলে পৌঁছায়। পুলিশ সূত্রের খবর নিহত ছাত্রের ওজন আর উচ্চতা অনুযায়ী ড্যাামিটি তৈরি করা হয়েছে। সূত্রের খবর পুলিশ দেখতে চাইছে অভিশপ্ত সেই রাতে স্বপ্নদীপের সঙ্গে ঠিক কী কী ঘটেছিল। স্বপ্নদীপকে তিন তলা থেকে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল , নাকি সে ঝাঁপ দিয়ে পড়ে আত্মহত্যা করেছিল তাই সঠিক করে জানতে চাইছে পুলিশ। পাশাপাশি পুলিশ খতিয়ে দেখছে ব়্যাগিংএর শিকার স্বপ্নদীপকে কি বারান্দার রেলিং দিয়ে হাঁটতে বলা হয়েছিল আর সেই সময়ই সে টাল সামলাতে না পেরে পড়ে যায়। সবদিকগুলি খতিয়ে দেখতেই পুলিশ নিহত ছাত্রের ড্যামি নিয়ে পরীক্ষা করে এদিন।

Latest Videos

স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। কখনও একত্রে জেরা করা হয়েছে। কখনও আবার আদালা আলাদা জেরা করা হচ্ছে। পুলিশের হাতেও এসেছে চাঞ্চল্যকর তথ্য। সবকিছু মিলিয়ে দেখতে পুলিশ এদিন ফেল মেন হোস্টেলে গিয়েছিল। এর আগে শুক্রবারও অভিযুক্তদের পৃথক পৃথকভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হোস্টেলে এনে ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছিল গোটা ঘটনার। তার রিপোর্টের সঙ্গে এদিন ড্যামি এনে পুলিশ নিজেরাই পরীক্ষা করে সবকিছু মিলিয়ে দেখে। দলে ছিলেন কয়েকজন বিশেষজ্ঞও।

Share this article
click me!

Latest Videos

সিবিআই এতদিন ধরে কী করছে? সঞ্জয় রায়ের বিস্ফোরক মন্তব্যের পর প্রশ্ন কিঞ্জল নন্দের | Kinjal Nanda
Sukanta Majumdar live: কালনায় সদস্যতা অভিযানে সুকান্ত, কী বার্তা, দেখুন সরাসরি
'এতদিন আমি মুখ খুলিনি, ফাঁসাচ্ছে, ডিপার্টমেন্ট বলেছে চুপ থাকতে' চিৎকার সঞ্জয়ের | Sanjay Roy RG Kar
RG Kar Hearing Live : আর জি কর মামলায় সুপ্রিম কোর্টে শুনানি, দেখুন সরাসরি
'কুকুরের লেজ যেমন সোজা হয়না তেমনই মমতার পুলিশকে পরিবর্তন করা যায় না' বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর