Visva Bharati University: এবার ব়্যাগিংয়ের অভিযোগ বিশ্বভারতীতে, তিন পড়ুয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারে কর্তৃপক্ষ

Published : Aug 22, 2023, 01:13 PM ISTUpdated : Aug 22, 2023, 01:14 PM IST
visva bharati university

সংক্ষিপ্ত

অভিযুক্ত দুই ছাত্রকে নিয়ে যাওয়া হয় বিশ্বভারতীর সেন্ট্রাল অফিসে। অভিযোগের ভিত্তিতেই বিশ্বভারতী ওই তিন ছাত্রের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করতে পারে বলেও জানা যাচ্ছে। 

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পর এবার ব়্যাগিংয়ের অভিযোগ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্ববিদ্যালয় চত্ত্বরে। ব়্যাগিংয়ের অভিযোগ তিন পড়ুয়ার বিরুদ্ধে। অভিযুক্ত ৩ ছাত্রের নাম শুভজ্যোতি সরকার, অঙ্কিত কুমার ও মণিশ কুমার। এই তিন পড়ুয়া হস্টেলে থাকা অপর এক ছাত্রকে ব়্যাগিং করেছেন বলেই অভিযোগ করা হচ্ছে। যদিও এখন পর্যন্ত এবিষয় কোনও লিখিত অভিযোগ জানানো হয়নি। তবে বিশবিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়নি। অভিযুক্ত দুই ছাত্রকে নিয়ে যাওয়া হয় বিশ্বভারতীর সেন্ট্রাল অফিসে। অভিযোগের ভিত্তিতেই বিশ্বভারতী ওই তিন ছাত্রের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করতে পারে বলেও জানা যাচ্ছে।

প্রসঙ্গত, সোমবার দুপুর ১২টা নাগাদ তদন্তকারীদের একটি দল মৃত ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর ড্যামি মডেল নিয়ে মেন হোস্টেলে পৌঁছায়। পুলিশ সূত্রের খবর নিহত ছাত্রের ওজন আর উচ্চতা অনুযায়ী ড্যাামিটি তৈরি করা হয়েছে। সূত্রের খবর পুলিশ দেখতে চাইছে অভিশপ্ত সেই রাতে স্বপ্নদীপের সঙ্গে ঠিক কী কী ঘটেছিল। স্বপ্নদীপকে তিন তলা থেকে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল , নাকি সে ঝাঁপ দিয়ে পড়ে আত্মহত্যা করেছিল তাই সঠিক করে জানতে চাইছে পুলিশ। পাশাপাশি পুলিশ খতিয়ে দেখছে ব়্যাগিংএর শিকার স্বপ্নদীপকে কি বারান্দার রেলিং দিয়ে হাঁটতে বলা হয়েছিল আর সেই সময়ই সে টাল সামলাতে না পেরে পড়ে যায়। সবদিকগুলি খতিয়ে দেখতেই পুলিশ নিহত ছাত্রের ড্যামি নিয়ে পরীক্ষা করে এদিন।

স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। কখনও একত্রে জেরা করা হয়েছে। কখনও আবার আদালা আলাদা জেরা করা হচ্ছে। পুলিশের হাতেও এসেছে চাঞ্চল্যকর তথ্য। সবকিছু মিলিয়ে দেখতে পুলিশ এদিন ফেল মেন হোস্টেলে গিয়েছিল। এর আগে শুক্রবারও অভিযুক্তদের পৃথক পৃথকভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হোস্টেলে এনে ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছিল গোটা ঘটনার। তার রিপোর্টের সঙ্গে এদিন ড্যামি এনে পুলিশ নিজেরাই পরীক্ষা করে সবকিছু মিলিয়ে দেখে। দলে ছিলেন কয়েকজন বিশেষজ্ঞও।

PREV
click me!

Recommended Stories

WB Government Holidays: রাজ্য সরকারি কর্মীদের জন্য দারুণ খবর, টানা ৪ দিন ছুটি, ঘোষণা সরকারের
Haroa ISF TMC Clash: হাড়োয়ার আইএসএফ নেতাকে অপহরণ করে বেধড়ক মারধর, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে