যাদবপুরকাণ্ডে আবারও বামদের কাঠগড়ায় তোলেন মমতা, রাজ্য কংগ্রেসের সঙ্গে অবস্থান স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী

Published : Aug 21, 2023, 06:00 PM IST
Mamata targets CPM over student death in Jadavpur at Imams meeting says she is with Congress on All India label bsm

সংক্ষিপ্ত

মমতা স্পষ্ট করে জানিয়ে দেন এই রাজ্যে বিজেপির বিরুদ্ধে যেমন তাঁর লড়াই তেমনই তিনি লড়াই করছেন সিপিএম ও কংগ্রেসের বিরুদ্ধেও। তিনি বলেন, ইন্ডিয়া জোট তৈরি হয়েছে। সেই জোটে তিনি রয়েছেন। 

মমতা বন্দ্যোপাধ্য়ায় ইমাম মোয়াজ্জেমদের সভায় বাম ও বিজেপির পাশাপাশি কংগ্রেসও নিশানা করেন। সোমবার নেতাজি ইন্ডোরের সভায় তিনি ভাষণ দেওয়ার সময় মমতা নিজে থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনা তুলে ধরে সিপিএমকে কাঠগড়ায় তোলেন। তিনি বলেন, 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিপিএম-এর ইউনিয়ন আর লেফটিস্টিদের ইউনিয়ন কি করে একটা ছেলেকে মেরে ফেলল। এরা এতটুকুও বদলায়নি। এত খুন করেও বদলায়নি।'

এদিন মমতা স্পষ্ট করে জানিয়ে দেন এই রাজ্যে বিজেপির বিরুদ্ধে যেমন তাঁর লড়াই তেমনই তিনি লড়াই করছেন সিপিএম ও কংগ্রেসের বিরুদ্ধেও। তিনি বলেন, ইন্ডিয়া জোট তৈরি হয়েছে। সেই জোটে তিনি রয়েছেন। জাতীয় ক্ষেত্রে তিনি কংগ্রেসের সঙ্গে রয়েছে। কিন্তু এই রাজ্যে কংগ্রেসের বিরুদ্ধে তিনি ও তাঁর দল লড়াই করছেন। মমতা বলেন, 'অল ইন্ডিয়া লেবেলে আমি কংগ্রেসের সঙ্গে আছি। কিন্তু এই রাজ্যে নয়।' মমতা আরও বলেন এই রাজ্যে সিপিআর কংগ্রেসকে বিজেপি তাঁর ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ব্যবহার করছে।

'রোজার অনুষ্ঠানে যাই বলে আমার নাম বদলে দিয়েছে', ইমামদের সভায় সিপিএম-কংগ্রেস-বিজেপিকে একযোগে নিশানা মমতার

১লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস, রাজ্যপালের উল্টো পথে হেঁটে বিধানসভায় প্রস্তাব পেশ করতে তৎপর রাজ্য সরকার

এর আগেও যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে মমতা সিপিএমকে নিশানা করেছিলেন। তিনি বলেছিলেন, যাদবপুরে যেভাবে এই যে ছেলেটিকে স্বপ্নদীপ অনেক স্বপ্ন নিয়ে তাঁর বগুলার মা বাবা অনেক স্বপ্ন নিয়ে পানকরণ করেছিল। আমাকে বলেছিল আমি ফোন করেছিলেন, ছেলেটি খুব কাঁদছিল। কিন্তু তখনও ভাবতে পারেনি ওভাবে ওপর থেকে ছুঁড়ে ফেলে দেবে।' তিনি বলেন যারা অত্যাচার করেছিল তারা মার্ক্সবাদী। এখনও বড়বড় কথা। এখনও বিজেপির সঙ্গে ঘর করছে। কখনও কংগ্রেসের সঙ্গে ঘর করছিল। তিনি আরও বলেন, ছেলেটি একটি মাদুলি পরেছিল। সেই কারণে স্বপ্নদীপের ওপর অত্যাচার করেছিল। মাদুলি খুলতে বলেছিল। তিনি আরও বলেন, সেই সময় মার্ক্সবাদীরা বলেছিল এটা রেডপোল। তিনি আরও বলেন, যাদবপুরে পুলিশ ঢুকতে দেয় না। সিসিটিভি লাগাতে দেয় না। যাদবপুরে এখনও আগমার্কা সিপিএম রয়েছে। তারা এখনও মনে করে গ্রাম থেকে ছুলেপুলে এলেই তারা আত্যাচার করার অধিকার বলে মনে করে। তিনি আরও বলেন, 'এইজন্যই তিনি যাদবপুর যান না।' তারপরই মমতা বলেন, যাদবপুরের ছেলেমেয়ে পড়াশুনায় ভাল হতে পারে। কিন্তু সেটাই তো সব নয়। তিনি বলেন তারমধ্যেও অবশ্য ভাল কিছু রয়েছে। তিনি আরও বলেন, 'আমার ছোট ছোট ভাইবোন যাদের রাজনীতি করার ইচ্ছে রয়েছে তারা বিজেপি আর সিপিএমটা করবেন না। ওরা দানবিক মানবিক নয়।' তিনি আরও বলেন, 'যাদবপুর এখন আতঙ্কপুর হয়ে গেছে।'

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হোস্টেলে অভিশপ্ত রাতে কী ঘটে ছিল? নিহতের ছাত্রের ড্যামি এনে পরীক্ষা পুলিশের

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

DA মামলার রায় এই ডিসেম্বরেই? নাকি অপেক্ষা জানুয়ারি পর্যন্ত, সুপ্রিম কোর্টের রায় নিয়ে বড় আপডেট
Dilip Ghosh: সংসদে ‘বঙ্কিমদা’ বলায় মোদীকে কটাক্ষ তৃণমূলের! কী প্রতিক্রিয়া দিলেন দিলীপ?