মঙ্গলবার হাওড়া পুরসভার সব ওয়ার্ডে বন্ধ জল সরবরাহ, সমস্যায় পড়তে পারেন কয়েক লক্ষ মানুষ

বৃষ্টির মধ্যেও গরম এতটুকু কমেনি। এরই মধ্যে হাওড়া পুরসভার পক্ষ থেকে জল সরবরাহ বন্ধ রাখার নোটিস জারি করা হয়েছে। ফলে সমস্যায় পড়তে চলেছেন হাওড়ার ৫০টি ওয়ার্ডের মানুষ।

মঙ্গলবার দুপুর থেকে বুধবার সকাল পর্যন্ত হাওড়া পুরসভার ৫০টি ওয়ার্ডে জল সরবরাহ বন্ধ থাকছে। হাওড়া পুরসভার পক্ষ থেকে এই নোটিস জারি করা হয়েছে। নোটিসে বলা হয়েছে, ‘জরুরি ভিত্তিতে কেএমডিএ দ্বারা হাওড়া শহরের বিভিন্ন স্থানে জল সরবরাহ করার পাইপ লাইনের বিবিধ কাজের জন্য আগামী মঙ্গলবার ৬ ই আগস্ট ২০২৪ দুপুর ১২.৩০ থেকে পরেরদিন অর্থাৎ বুধবার (৭ ই আগস্ট ২০২৪) সকাল ৫.৩০ পর্যন্ত হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের সকল ওয়ার্ডে (১ থেকে ৫০) জল সরবরাহ বন্ধ থাকিবে। ৭ ই আগস্ট ২০২৪ বুধবার সকাল ৬টা থেকে সমস্ত ওয়ার্ডে জল সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করা যায়।’

হাওড়ায় প্রায়ই বন্ধ জল সরবরাহ

Latest Videos

হাওড়া পুরসভা অঞ্চলে মাঝেমধ্যেই জল সরবরাহ বন্ধ রাখা হয়। পদ্মপুকুর জল প্রকল্পের মূল পাইপ লাইনের সংযোগস্থলের ফাটল মেরামতিকরণের জন্য ২২ জুন দুপুর ১২টা থেকে ২৩ জুন সকাল ৬টা পর্যন্ত জল সরবরাহ বন্ধ রাখা হয়। এর আগে কেএমডিএ দ্বারা পাইপ লাইনের বিভিন্ন কাজের জন্য এ বছরের ২০ জানুয়ারি দুপুর ১২টা ৩০ থেকে ২১ জানুয়ারি ভোর ৫টা ৩০ পর্যন্ত জল সরবরাহ বন্ধ রাখা হয়। কয়েক মাসের মধ্যে ৩ বার জল সরবরাহ বন্ধ থাকা নিয়ে ক্ষুব্ধ হাওড়ার বেশিরভাগ বাসিন্দা। পরিষেবা নিয়ে অনেকেই ক্ষোভপ্রকাশ করছেন।

কবে হাওড়া পুরসভায় ভোট?

২০১৮ সালে হাওড়া পুরসভায় ভোট হওয়ার কথা ছিল। কিন্তু সেই সময় রাজ্য সরকারের আপত্তিতে পুরসভার নির্বাচন হয়নি। এরপর হাওড়া পুরসভার সঙ্গে বালি পুরসভার সংযুক্তিকরণ হয়। পরে আবার হাওড়া ও বালি পুরসভা আলাদা হয়ে যায়। এই জটিলতায় এখনও হাওড়া পুরসভার ভোট হয়নি। ফলে পরিষেবা নিয়ে সমস্যা হচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

পানীয় জলের অপচয় রুখতে কড়া আইন আনল রাজ্য! খাবার জল নষ্ট করলেই বিপদে পড়বেন

Water Supply: 'জলস্বপ্ন' প্রকল্প নিয়ে কেন্দ্রকে জোড় টেক্কা দিল রাজ্য জল সরবরাহে দেশের শীর্ষে বাংলা

Drinking Water: আর্সেনিকমুক্ত জল সরবরাহ বন্ধ, বিপাকে লক্ষাধিক মানুষ

Share this article
click me!

Latest Videos

রেলের উন্নয়নের নামে রাতের আঁধারে ধ্বংস হকারদের রুটিরুজি! Sheoraphuli-তে হাহাকার! | Hooghly News
Sukhendu Sekhar কী বিজেপিতে যোগ দিচ্ছে? জল্পনা উস্কে যা বললেন Agnimitra Paul
বাপ রে! ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে ডাকাতি! আতঙ্কের ছায়া গোটা এলাকায় | Salt Lake Theft News Today
দেবের সামনেই! ঘাটালে TMC-র শত্রু TMC! Dev ও শঙ্কর অনুগামীদের মধ্যে হাতাহাতি | Ghatal | Dev |
ওয়াকফ বিলের (Waqf Bill) আঁচ বাংলার বিধানসভায়, দেখুন কী বললেন Suvendu Adhikari