সংক্ষিপ্ত

পানীয় জলের অপচয় রুখতে কড়া আইন আনল রাজ্য! খাবার জল নষ্ট করলেই বিপদে পড়বেন

পানীয় জলের অপচয় রুখতে নয়া ব্যবস্থা। এবার রাজ্যে তৈরি হল নতুন আইন। বুধবার বিধানসভায় এই নতুন আইনের কথা জানালেন রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের মন্ত্রী পুলক রায়।

এদিন মন্ত্রী বলেন যে প্রায় ৯০ লক্ষ মানুষের কাছে পানীয় জল পৌঁছে গিয়েছে। শতকরা হারে দেখতে গেলে ৫১ শতাংশ। বাকি বাড়িতেও খবু তাড়াতাড়ি জল পৌঁছে যাবে বলে আশ্বাস দিয়েছেন মন্ত্রী।

তবে বহু জায়গায় জল অপচয় হয়েছে বলে জানিয়েছেন পুলক বাবু। এদিন মন্ত্রী বলেন, " পানীয় জলের অপচয় রুখতে আমরা সচেতনতামূলক প্রচার চালাচ্ছি। পাশাপাশি আমরা পানীয় জলের অপচয় রুখতে বিধানসভায় বিল এনে আইন প্রণয়ন করব।"

জল অপচয়ের এই নতুন আইনে কোনও জরিমানা থাকছে কি না সে সম্পর্কে কিছুই জানা যায়নি এদিন।

এ প্রসঙ্গে বিজেপি বিধায়ক চন্দনা বাউরির ওই অধিবেশনে জানান, " সজল প্রামাণিক নামে এক ব্যক্তিকে বিজেপি করার অপরাধে জল সংযোগ থেকে বঞ্চিত করা হয়েছে।"

এর উত্তরে মন্ত্রী জানান, নির্দিষ্ট অভিযোগ এলে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। জল পৌঁছে দেওয়া হবে তাঁর বাড়িতে।