ভিনরাজ্যে কাজে গিয়ে খুন বীরভূমের বাঙালি পরিযায়ী শ্রমিক, যোগী প্রশাসনের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ

Published : Oct 27, 2025, 01:44 PM ISTUpdated : Oct 27, 2025, 02:47 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Migrant Worker Death News:  ভিন রাজ্যে কাজে ফের পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু! ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমে। ঠিক কী ঘটেছে? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Migrant Worker Death News: ফের ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিক হেনস্থার অভিযোগ। সামনে এলো মর্মান্তিক মৃত্যুর ঘটনার খবর। উত্তরপ্রদেশের রেললাইনের পাশে উদ্ধার হয়েছে এক বাঙালি পরিযায়ী শ্রমিকের মৃতদেহ। মৃত যুবকের নাম প্রতীক হেমব্রম। বাড়ি বীরভূম জেলার পাড়ুই থানার দামোদরপুর গ্রামে। ঘটনায় মৃত শ্রমিকের পরিবারের দাবি, প্রায় পাঁচ মাস আগে প্রতীক চেন্নাইয়ে কাজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল। সে চেন্নাইয়ে একটি কাজে নিযুক্ত ছিল বলেই জানতেন পরিবারের সদস্যরা। কিন্তু হঠাৎ করেই উত্তরপ্রদেশে রেললাইনের ধারে তার মৃতদেহ পাওয়া যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

মৃতের পরিবারের পক্ষ থেকে কী অভিযোগ?

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতীকের দেহ বর্তমানে মধ্যপ্রদেশে রয়েছে এবং প্রশাসনের সহায়তায় মৃতদেহটি আনার প্রক্রিয়া চলছে। তবে কীভাবে, কোন পরিস্থিতিতে তার মৃত্যু হয়েছে — সেই প্রশ্নের উত্তর এখনও অজানা। পরিবারের দাবি, এই মৃত্যুর পেছনে যদি কোনও ষড়যন্ত্র বা অপরাধমূলক কর্মকাণ্ড থাকে, তবে তার পূর্ণাঙ্গ তদন্ত হোক। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা যেন দ্রুত প্রকাশ্যে আসে — এই দাবি তুলেছেন পরিবারের সদস্যরা।

অন্যদিকে, ঘটনার খবর জানাজানি হতে যোগী সরকারকে একহাত নিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এই বিষয়ে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করা হয় মৃত শ্রমিকের ছবি। ঘটনায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে ছয়জনের একটি প্রতিনিধি দল মৃত পরিচয় শ্রমিকের বাড়িতে পাঠানো হয়। এদিন মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারে সাথে দেখা করতে বাড়িতে আসেন রাজ্য সভার সাংসদ তথা রাজ্য পরিযায়ী শ্রমিক কল্যাণ দপ্তরের সভাপতি সামিরুল ইসলাম,নয়া গ্রামের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ আদিবাসী ডেভেলপমেন্টের সভাপতি দুলাল মুর্মু সহ আরো অনেকে। অন্যদিকে এই প্রতিনিধি দলে ছিলেন অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার অফিসার শেখ মোহাম্মদ রিজওয়ান, বোলপুরের ভিডিও সত্যজিৎ বিশ্বাস সহ অন্যান্য সরকারি আধিকারিকেরা।

এদিকে ঘটনার পরেই তৃণমূলের পক্ষ থেকে সরব নেতৃত্ব। শাসকদলের দাবি, “যোগীর জঙ্গলরাজে বাঙালি শ্রমিকরা নিরাপদ নয়। বীরভূমের যুবক প্রতীক হেমরমের মৃত্যু বাঙালি বিদ্বেষের ফল।”

বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকেও ইতিমধ্যেই উত্তরপ্রদেশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সোমবার প্রতীকের দেহ রাজ্যে ফিরিয়ে আনা হবে বলে জানা গেছে।

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Samik Bhattacharya: ‘SIR বন্ধ করে দিন তবুও ২০২৬-এ তৃণমূল হারবে!’ চ্যালেঞ্জ শমীকের
এই বাংলাতেই কেন বাবরি মসজিদ? তৃণমূলের গভীর 'গেম প্ল্যান'? কী বললেন শুভেন্দু, অধীর, সুজন, শুভঙ্কর?