বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গে মেনে নিতে পরেনি তরুণী, প্রেমিকের বাড়ির সামনেই আত্মহত্যা

Published : Oct 26, 2025, 09:29 PM IST
death

সংক্ষিপ্ত

বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গের মূল্য— প্রেমিকের বাড়িতেই আত্মহত্যা তরুণীর! শোক ও ক্ষোভে ফেটে পড়ল ভরতপুর।মৃত তরুনীর দেহ ময়নাতদন্ত হলো রবিবার বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে। 

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা। আর সেই বিশ্বাসঘাতকতা। এই দুই কেড়ে নিল এক তরুণীর জীবন। তেমনই অভিযোগ পরিবারের। মুর্শিদাবাদের ভরতপুর থানার ভরতপুর এলাকায় ঘটে গেল মর্মান্তিক এই ঘটনা। মৃত তরুণীর নাম সামিলা খাতুন বয়স ২৬বছর।মৃত তরুণীর দেহ রবিবার ময়নাতদন্ত হলো বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে।

পরিবার সূত্রে জানা গেছে, বহু বছর ধরে একই এলাকার এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল সামিলার। প্রেমিকের দেওয়া বিয়ের প্রতিশ্রুতিতে আস্থা রেখেই সম্পর্কের প্রতি সবটুকু বিশ্বাস ও ভালোবাসা ঢেলে দিয়েছিলেন তিনি। কিন্তু শেষমেশ সেই প্রতিশ্রুতি ভেঙে দেয় যুবকটি। প্রেমিকের প্রতিশ্রুতি ভঙ্গ মেনে নিতে পারেনি তরুণী। আর সেই কারণেই প্রেমিকের বাড়ির সামনেই বিষ খেয়ে আত্মহত্যা করেছে তরুণী।

হতাশা ও অপমান সহ্য করতে না পেরে গত শুক্রবার প্রেমিকের বাড়িতেই বিষপান করেন সামিলা। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে ভরতপুর হাসপাতালে, পরে কান্দি হাসপাতাল হয়ে বর্ধমান মেডিক্যাল কলেজে পাঠানো হয়। দীর্ঘ লড়াই শেষে শনিবার মৃত্যু হয় তাঁর। প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে করা হলেও, তরুণীকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগ উঠেছে প্রেমিকের বিরুদ্ধে। ঘটনায় শোক ও ক্ষোভে স্তব্ধ ভরতপুর। স্থানীয়দের প্রশ্ন—

“একজন মেয়ের বিশ্বাস নিয়ে এমন খেলা কেন"?

এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কিন্তু এই ঘটনার পর প্রেমিকের পরিবার মুখে কুলুপ এঁটেছে। এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানায়নি। পুলিশ সূত্রের খবর প্রেমিক ও তাঁর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ করেনি পুলিশ।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Murshidabad : নয়া মেরুকরণ! বেলডাঙায় যখন বাবরি মসজিদ, বহরমপুরে তখন রাম মন্দিরের শিলান্যাস
হুমায়ুন কবীর ৮০ লক্ষ টাকা খরচ করে বাবরি মসজিদের সূচনা করলেন, ব্যবস্থা 'শাহি' ভোজের