মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরকাশী, ধুয়েমুছে সাফ আস্ত সেতু! আকাশপথে চলছে উদ্ধারকাজ
Uttarkashi Flood Situations: মেঘভাঙা বৃষ্টিতে একেবারে বিপর্যস্ত উত্তরকাশী। একটানা ভারী বৃষ্টিতে কার্যত ধুয়েমুছে সাফ একের পর এক গ্রাম। ভেঙে গিয়েছে যাতায়াতের ব্রিজ। আকাশপথেই চলছে উদ্ধারকাজ। দেখুন ফটো গ্যালারিতে।

বন্যা বিপর্যস্ত উত্তরকাশী!
প্রাকৃতিক রোষের বলি। একটানা মেঘভাঙা বৃষ্টি আর ভূমিধসের জেরে বিপর্যস্ত উত্তরকাশী। তীব্র জলোচ্ছ্বাসের জেরে ভেঙে পড়েছে আস্ত একটা ব্রিজ। যারফলে যোগাযোগ ব্যবস্থা বিছিন্ন হয়ে পড়েছে উত্তরকাশীর ধরলি এবং হর্ষিলির মতোন প্রত্যন্ত এলাকার। জনজীবন কার্যত বিপর্যস্ত।কংক্রিটের সেতু ভেঙে পরিণত হয়েছে ধ্বংসস্তুপে। ফলে উদ্ধার কার্যে বেগ পেতে হচ্ছে সেনাকে।
বিছিন্ন যোগাযোগ ব্যবস্থা
জানা গিয়েছে, ধসের কারণে কংক্রিটের সেতু সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। ফলে আটকে পড়া মানুষদের উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে। গুরুত্বপূর্ণ রাস্তা নষ্ট হয়ে যাওয়ায় উদ্ধার কাজেও সময় লাগছে বলে জানা গিয়েছে।
উত্তরাখণ্ডে পাহাড়ে ধস
মেঘভাঙা বৃষ্টি অন্যদিকে তীব্র জলোচ্ছ্বাসের জেরে পাহাড়ে নেমেছে ধস। ফলে দুর্যোগের কারণে গুরুত্বপূর্ণ রাস্তা খারাপ হয়ে গিয়েছে। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। চারিদিকে কেবল দুর্যোগের গভীর চিহ্ন রয়েছে। ধ্বংসাবশেষ, ভাঙা কংক্রিট এবং ছিন্নভিন্ন হয়ে পড়ে রয়েছে সেতুর অবশিষ্টাংশ।
অবরুদ্ধ সড়কপথ
জানা গিয়েছে, উত্তরকাশীর সঙ্গে হর্ষিল এবং ধরালির সংযোগকারী সেতুটি সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। এছাড়াও ভাটওয়ারিতে অবরুদ্ধ রাস্তা এখনও খোলা না থাকায়, স্থলপথে ধরালিতে পৌঁছানো এখন প্রায় অসম্ভব। একমাত্র কার্যকর স্থলপথ, গাঙ্গওয়ানি পাস, এখনও সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন, যা এই অঞ্চলকে কার্যকরভাবে বিচ্ছিন্ন করে দিয়েছে।
প্রবল জলোচ্ছ্বাস
সূত্রের খবর, এদিকে প্রবল জলোচ্ছ্বাসে ধ্বংসপ্রাপ্ত পাহাড়ি পথ পার হয়ে বন্যায় নিখোঁজ পরিবারের সদস্যদের খোঁজে ধরলি পৌঁছানোর জন্য মরিয়া হয়ে অনেক স্থানীয় বাসিন্দা ঘটনাস্থলের কাছে জড়ো হয়েছেন। যদিও রাস্তা সম্পূর্ণ ভেঙে যাওয়ায় বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।
আকাশপথে ত্রাণ সরবরাহ
স্থলপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায়, এখন সমস্ত আশা বিমান পথে। সরকারের তরফে হেলিকপ্টার ব্যবহার করে ধরলিতে উদ্ধারকারী দল এবং ত্রাণ সামগ্রী পাঠানোর চেষ্টা করছে।

