Hooghly BSF Jawan News: পাক সেনার হাতে বন্দির ১৯ দিন, পূর্ণমকে ঘরে ফেরাতে এবার পদক্ষেপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের

Published : May 12, 2025, 02:13 PM ISTUpdated : May 12, 2025, 02:16 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Hooghly News: ভারত-পাক উত্তেজনার মধ্যেই এখনও পাক সেনার হাতে আটক ভারতীয় BSF জওয়ান তথা হুগলীর বাসিন্দা পূর্ণম সাউ। বিস্তারিত জানুন…                     

Hooghly News: ভারত-পাক উত্তেজনার মধ্যেই এখনও পাক সেনার হাতে আটক ভারতীয় BSF জওয়ান তথা হুগলীর বাসিন্দা পূর্ণম সাউ। পহেলগাঁও হামলার পর থেকেই চরমে ভারত-পাকিস্তান দ্বন্ধ। পাক জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে পাক সেনার হাতে গত এপ্রিল মাসে আটক হন ভারতীয় বিএসএফ জওয়ান পূর্ণম সাউ। পাকিস্তানে কীভাবে রয়েছেন তিনি? আদেও তাঁকে দেশে ফিরিয়ে দেবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। স্বামার চিন্তায় রাতের ঘুম উড়েছে স্ত্রী রজনী ও তার পরিবারের।

পাক সেনার হাতে আটক BSF জওয়ানের স্ত্রীর সঙ্গে এবার ফোনে কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কথা হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন একথা জানিয়েছেন BSF জওয়ান পূর্ণম কুমার সাউ-এর স্ত্রীর রজনী। তিনি জানান, মুখ্যমন্ত্রী তাদের আশ্বস্ত করেছেন এক সপ্তাহের মধ্যে কিছু একটা ব্যবস্থা তিনি করবেন। পরিবারে কে কে আছেন সেই বিষয়েও খোঁজ খবর নিয়েছেন মুখ্যমন্ত্রী। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, হুগলীর রিষড়ার বাসিন্দা BSF জওয়ান পূর্ণম কুমার সাউ টানা ১৯ দিন হয়ে গিয়েছে পাকিস্তানি বন্দি। এখনও ঘরের ছেলে ঘরে ফিরে আসেনি।

পরিবারের তরফে বেশ কিছুদিন আগে স্বামীর খোঁজ নিতে রজনী গিয়েছিলেন পাঠানকোটে। যদিও সেখান থেকে আশ্বাস বার্তা নিয়েই ফিরতে হয়েছে তাঁদের। মুখ্যমন্ত্রীর সহ্গে কথা বলার পর পূর্ণমের স্ত্রী রজনী বলেন, ''আমার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন তিনি। পরিবারে কে, কে আছেন সেটাও খোঁজখবর নেন। এখন আমি এখন অনেকটাই নিশ্চিন্ত বোধ করছি। তিনি পরিবারের পাশে থাকবেন বলেও আশ্বস্ত করেছেন আমাদের।''

এদিকে যতদিন যাচ্ছে ততই দুশ্চিন্তার কালো মেঘ দেখছে পাকিস্তানের হাতে বন্দি বন্দী ভারতীয় জওয়ান পুর্নম সাউয়ের স্ত্রী রজনী সাউ। গত শনিবার পাকিস্তানের এক পাক রেঞ্জার্স ভারতীয় সেনার হাতে আটক হন। আর তাতে কিছুটা আশার আলো দেখেছিলো রজনী ও তার পরিবার। কিন্তু আজ ১৯ দিন পার, পূর্ণম সাউয়ের এখনও কোনও খোঁজ নেই। সেখানে কেমন আছেন তিনি, শারীরিক পরিস্থিতি কী কিছুই জানতে পারছেন না পূর্ণমের পরিবারের লোকেরা। আত তাতেই যেন সময় যত গড়াচ্ছে ততই অজানা দুশ্চিন্তা গ্রাস করছে আটক জওয়ানের পরিবারে।

যদিও মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে তারা অনেকটাই আশ্বস্ত হয়েছেন। এমনটাই জানিয়েছেন বিএসএফ জওয়ান পূর্ণনমের নামের স্ত্রী রজনী সাউ। তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী তাকে আশ্বস্ত করেছেন যে, পূর্ণমকে ছাড়িয়ে আনার জন্য তিনি কেন্দ্রীয় সরকার এবং বিএসএফের উচ্চপর্যয়ে কথা বলছেন। তবে এখন পাকিস্তানে আটক বিএসএফ জওয়ান কবে মুক্ত হয়ে আবার দেশের মাটি এবং পরিবারের কাছে ফিরে আসে তার অপেক্ষাতেই দিন গুনছে তার পরিবার ও গোটা দেশের মানুষ।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিলের পর থেকেই উত্তপ্ত ভারত-পাক সম্পর্ক। চলছে দুই দেশের রাজনৈতিক টানাপোড়েন। এরই মধ্যে আমেরিকার মধ্যস্থতায় সংঘর্ষ বিরতি চুক্তিতে সম্মত হয়েছে দুই দেশ। শুধু তাই নয়, ভারত-পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি নিয়ে আলোচনায় এবার দ্বিতীয় দফার বৈঠকে বসতে চলেছেন দুই দেশের ডিজিএমও (DGMO)।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি
Dilip Ghosh: বাংলায় ‘বাবরি মসজিদ’! বিজেপির দিলীপ হুমায়ুনকে দিলেন চরম উপদেশ