'সব সাগর এক বার, গঙ্গাসাগর বার বার', গঙ্গাসাগর সেতুর শিলান্যাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Published : Jan 05, 2026, 05:06 PM IST

WB CM Mamata Banerjee News: আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। সাগরে আগত দূর দুরান্তের ভক্তদের জন্য এবার বড় পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশদ তথ্যের জন্য দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
গঙ্গাসাগর মেলা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাতে গোনা আর মাত্র তিন-চার দিনের অপেক্ষা। তারপরই শুরু হয়ে যাবে বিশ্বের অন্যতম প্রাচীন বৃহত্তম মেলা গঙ্গাসাগর মেলা। মকর সংক্রান্তির পূণ্যলগ্নে সাগরে ডুব দেবেন লক্ষ-লক্ষ ভক্ত। দূর দুরান্ত থেকে আগত এই সকল ভক্তদের সুবিধার্থে এবার বিশেষ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেলায় আগত সকল ভক্ত ও সাধারণ মানুষের জন্য এবার গঙ্গাসাগর সেতু বানানোর জন্য এদিন সেতুর শিল্যানাস করলেন তিনি। 

25
গঙ্গাসাগর সেতুর শিল্যানাস

সূত্রের খবর, ফেরিঘাট হয়ে ঘুরপথে গঙ্গাসাগর মেলায় আসতে অসুবিধা হয় দূর দুরান্তের ভক্তদের। কারণ, গঙ্গাসাগর মেলায় শুধুমাত্র পশ্চিমবঙ্গের মানুষই নয়। এই মেলায় ভিড় জমান পশ্চিমবঙ্গের নানা প্রান্তের ভক্তরা। তাদের সুবিধার্থে গত বছরই মেলার আগে গঙ্গাসাগর সেতু তৈরি করার কথা ঘোষণা করেছিলেন রাজ্যের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো সোমবার গঙ্গাসাগর সেতুন শিল্যানাস করলেন তিনি। প্রায় ১৭০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে এই সেতু। জানাগিয়েছে মুড়িগঙ্গা নদীর উপর এই সেতু তৈরি হলে একদিকে যোগাযোগ ব্যবস্থা যেমন উন্নত হবে তেমনই মেলায় আসতেও সময় বাঁচবে ভক্তদের। জার্নিও কম হবে অনেকটাই। 

35
কী বললেন মুখ্যমন্ত্রী?

সোমবার গঙ্গাসাগর সেতুর শিল্যানাস করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে, ‘’তাঁর সরকার মুখে বলেন না। কাজে করে দেখান।'' জানা গিয়েছে, ১৭০০ কোটি টাকা খরচ করে চার লেনের সেতু তৈরি হওয়ার পরে গঙ্গাসাগরে যাওয়ার সমস্যা মিটবে। এদিন সেই কথা মনে করিয়ে সরকারি কর্মসূচির মঞ্চে দাঁড়িয়ে মমতা বলেন, এবার- সব সাগর এক বার, গঙ্গাসাগর বার বার।''

45
গঙ্গাসাগর সেতু নিয়ে একগুচ্ছ পদক্ষেপ

এদিন মুখ্যমন্ত্রী আরও জানান যে, এটি তৈরি হলে কাকদ্বীপের লট-৮ থেকে কচুবেড়িয়া পৌঁছোতে আর ভেসেল বা ফেরির উপর নির্ভর করতে হবে না। আগামী দু’ থেকে তিন বছরের মধ্যে এই সেতু তৈরি হয়ে যাবে। চার লেনের অত্যাধুনিক সেতু তৈরিতে খরচ পড়বে ১,৭০০ কোটি টাকা। নির্মাণের বরাত দেওয়া হয়েছে এনএনটি সংস্থাকে। 

55
কমবে গঙ্গাসাগর পৌঁছনোর ঝামেলা

তিনি বলেন, ‘’একটু হলেও বাংলার মানুষের জন্য, সারা বিশ্বের পর্যটকের জন্য, পুণ্যার্থীদের জন্য, সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল-সহ সকলের জন্য গর্ববোধ করছি। আমরা মুখে বলি না। কাজে করি। কারণ, এই সেতু তৈরি হলে গঙ্গাসাগরের মানুষের যন্ত্রণা কমবে।'' তিনি আরও বলেন, ‘’আগে বলা হত, সব সাগর বার বার গঙ্গাসাগর এক বার। এখন মানুষ বলেন, সব সাগর এক বার, গঙ্গাসাগর বার বার।'' 

Read more Photos on
click me!

Recommended Stories