লালমাটির জেলা থেকেই ভাষা আন্দোলন শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বীরভূম সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোম ও মঙ্গলবার তাঁর ঠাসা কর্মসূচি রয়েছে। সেই সঙ্গে এদিন বোলপুরের সভা থেকে ভিনরাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থার বিরুদ্ধে আরও একবার গর্জে উঠলেন তিনি।
25
ভাষা বিরোধ নিয়ে গেরুয়া শিবিরকে কটাক্ষ
একুশে জুলাই শহিদ স্মরণের মঞ্চ থেকে তৃণমূলের সর্বময় নেত্রী রাজ্যে রাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে ভাষা আন্দোলন শুরুর ডাক দিয়েছিলেন। নেত্রীর নির্দেশে সোমবার থেকে ভাষা আন্দোলন শুরু করল তৃণমূল। সোমবার বোলপুরে ভাষা আন্দোলনের মিছিলে নেতৃত্ব দেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দাঁড়িয়ে তিনি বলেন, ‘’আমি কোনও ভাষা বিরোধী নই। কিন্তু বিভেদকামী পলিসির বিরোধী।''
35
ভাষা নিয়ে ঐক্যের দাবি তৃণমূলের
এদিন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘’আমি কোনও বিভেদকামী পলিসি মানব না। আমি দেশের ঐক্য চাই। বিবিধের মাঝে মিলন আমাদের মধ্যেই রয়েছে।'' একই সঙ্গে ভাষা বিরোধী নিয়ে সুর চড়িয়ে তিনি আরও বলেন, ‘’সবাই কী একই ভাষায় কথা বলে?'' যা নিয়েও প্রশ্ন তুলে সরব হন মুখ্যমন্ত্রী।
গত কয়েক দিন ধরে ভিনরাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগের খবরে সরগরম রাজ্য রাজনীতি। যা নিয়ে এদিনের সভা থেকে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ‘’বাংলাদেশের মানুষরা যাঁরা স্বাধীনতার পরে আইনত বাংলায় এসেছেন ১৯৭১ সালের মার্চ মাস অবধি তাঁদের কথার টানে এখনও বাংলাদেশের ভাষা রয়ে গিয়েছে। কারণ, আগে ইউনাইটেড ইন্ডিয়া ছিল, দেশটা আলাদা ছিল না। এখন বাংলাদেশ আলাদা, পাকিস্তান আলাদা, ভারতবর্ষ আলাদা। আমরা ভারতবর্ষের নাগরিক।''
55
বাঙালি হেনস্থার তীব্র প্রতিবাদ
শুধু তাই নয়, ভিন রাজ্যে বাঙালি হেনস্থা নিয়েও এদিন তীব্র সুর চড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘’বাংলার এক এক জেলায় ভাষা এক এক রকম। আমরা কোনও ভাষার বিরোধী নই। তবে যারা বিভেদের রাজনীতি করছে আমরা তাদের বিরোধী।''