Published : Jul 28, 2025, 02:35 PM ISTUpdated : Jul 28, 2025, 02:37 PM IST
সুপ্রিম কোর্ট বকেয়া ডিএ মামলায় রাজ্য সরকারকে আরও ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। রাজ্য সরকারি কর্মচারীরা পুজোর আগে বকেয়া ডিএ পাওয়ার আশা করছেন।
চলতি বছরের ১৬ মে সুপ্রিম কোর্ট বকেয়া ডিএ মামলায় রাজ্য সরকার বিরাট বড় ধাক্কা খেয়েছিল।যার ফলে রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের নেতাদের মনে আশার আলো ফুঁটে উঠেছিল, এবার হয়তো বকেয়া মহার্ঘ ভাতা হাতে আসবে। কারণ সেদিন সুপ্রিম কোর্ট আরও ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। এর পরেই রাজ্য সরকারি কর্মচারী সংগঠন অত্যন্ত আশাবাদী।
25
সুপ্রিম কোর্টে ডিএ মামলার রায়
বকেয়া ডিএ মামলায় সুপ্রিম কোর্টে রাজ্য সরকার বিশেষ সুবিধে করতে পারবেন না বলে মনে করছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। তাঁর মতে, রাজ্যকে আরও বেশি পরিমাণ বকেয়া ডিএ প্রদানের নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট। ইতিমধ্যে ২৫ শতাংশ মিটিয়ে দিতে বলা হয়েছিল। আরও ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ শীর্ষ আদালত দেবে বলে আশাবাদী তিনি।
35
পঞ্চম বেতন কমিশন
২০১৬ সাল থেকে যখন এই পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ নিয়ে মামলা শুরু হয়েছিল, তখন থেকেই কনফেডারেশন যুক্ত আছে। তাই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মনে করছেন যে পুজোর আগেই তাঁদের অ্যাকাউন্টে বকেয়া ডিএয়ের টাকা মিলতে পারে।ফলে অগস্টের শুরুতেই তাঁরা আরও একটা সুখবর পাবেন।
রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন এও মনে করছে যে,আগামী ৪ অগাস্ট যখন সুপ্রিম কোর্টে ডিএ মামলা উঠবে, তখন রাজ্য সরকারি কর্মীরা যারা মহার্ঘ ভাতা পেতে মরিয়া তারা সর্বশক্তি দিয়ে ঝাঁপাবেন। তাঁদের মতে, ভাতা মিললে সববারই সুবিধা। যারা মুখে কুলুপ এঁটেছেন তাদেরও উপকার হবে। এছাড়া সেদিনই তারা আদালতে জানাবেন যে, রাজ্য সরকার আদালত অবমাননা করেছে।
55
বকেয়া ডিএয়ের টাকা করে ঢুকবে অ্যাকাউন্টে?
সেই মতো পুজোর আগেই তাঁদের অ্যাকাউন্টে বকেয়া ডিএয়ের টাকা ঢুকবে বলে আশা প্রকাশ করছেন কনফেডারেশনের সাধারণ সম্পাদক। ইতিমধ্যেই রাজ্য সরকারকে আক্রমণ করে সরাসরি কনফেডারেশনের সাধারণ সম্পাদক বলেছেন, ‘রাজ্য সরকারের খেলা, মেলা থেকে বিভিন্ন দান-খয়রাতির খরচে কোনও কার্পণ্য নেই। শুধু ডিএ দেওয়ার বেলায় টাকা নেই, টাকা নেই বলে সুপ্রিম কোর্টে সওয়াল করে আসছে রাজ্য সরকার। তবে রাজ্য সরকারকে কর্মচারীদের মহার্ঘ ভাতা দিতেই হবে।’