WB Half Day Holidays: রাজ্য সরকারি কর্মচারীদের জন্য দারুন সুখবর, ১ জুলাই অর্ধদিবস ছুটি ঘোষণা

Published : Jun 26, 2025, 07:06 AM IST

WB Government Holidays: রাজ্য সরকারি কর্মচারীদের জন্য দারুন সুখবর। মাসের শুরুতেই অর্ধ দিবস ছুটির ঘোষণা করল নবান্ন। কেন এই ছুটি? বিস্তারিত জানতে চোখ রাখুন সম্পূর্ণ ফটো গ্যালারিতে… 

PREV
110
মাসের শুরুতেই ছুটি

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য রয়েছে বিরাট সুখবর। জুলাই মাসের শুরুতেই হাফবেলা অর্থাৎ অর্ধদিবস কাজের পর ছুটি হয়ে যাবে অফিসকাছাড়ি। কারণ, অর্ধদিবস ছুটির কথা ঘোষণা করেছে নবান্ন। 

210
জুলাই মাসে অর্ধদিবস ছুটি

নবান্ন সূত্রে খবর, আগামী ১ জুলাই মঙ্গলবার রাজ্য সমস্ত দফতরের সরকারি কর্মচারীদের জন্য অর্ধদিবস কাজের পর ছুটির নোটিস জারি করা হয়েছে। ফলে ওই দিন হাফবেলা কাজের পর ছুটি সরকারি কর্মীদের। 

310
ছুটি নেই দুই দফতরে

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ছুটির কথা ঘোষণা করলেও দুই দফতরের কর্মচারীদের এই ছুটি মিলবে না। ফলে তাঁদের পূর্ণ দিবসই কাজ করতে হবে। 

410
কোন কোন দফতরের ছুটি নেই

নবান্নের তরফে জারি করা নোটিসে ১ জুলাই মঙ্গলবার হাফবেলা কাজের পর ছুটির কথা ঘোষণা করা হয়েছে। যদিও ওই দিন অফিস খোলা থাকছে কলকাতার রেজিস্ট্রার অফ অ্যাসিউরেন্স এবং কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ-এর অফিস। বাকি সমস্ত অফিস দুপুর ২টোর পর বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

510
কেন এই অর্ধ দিবস ছুটি?

১ জুলাই ডক্টর দিবস এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জন্মদিন। সেই উপলক্ষে  ওই দিন রাজ্যের সমস্ত সরকারি দফতরে অর্ধদিবস ছুটির ঘোষণা করা হয়েছে। 

610
ডাক্তার দিবস পালন

১ জুলাই দেশজুড়ে ওই দিনটি চিকিৎসক দিবস হিসেবে পালিত হয়। সেই উপলক্ষে রাজ্য সরকারি কর্মচারীদের হাফ ছুটির কথা ঘোষণা নবান্নের। ওই দিন দুপুর ২টোয় বন্ধ হয়ে যাবে রাজ্য সরকারি সমস্ত অফিস-বিভাগ।

710
বিজ্ঞপ্তি জারি নবান্নের

এই বিষয়ে বুধবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নবান্নের তরফে। তাতে বলা হয়েছে, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছর ১ জুলাই চিকিৎসক দিবস পালিত হয়। এই দিনটি রাজ্যে অর্ধদিবস ছুটি থাকে। এবছরও দিনটি পালন করা হবে। ওই দিন রাজ্য সরকারের অধীনস্ত সমস্ত দফতর অর্ধদিবস ছুটি থাকবে।

810
হাফবেলা অফিস সরকারি কর্মীদের

জানা গিয়েছে, আগামী সপ্তাহে ১ জুলাই মঙ্গলবার সকাল থেকে দুপুর ২টো পর্যন্ত কাজ চলবে। দুপুর ২টোর পর ছুটি হয়ে যাবে সরকারি সমস্ত দফতর।

910
বিধানচন্দ্র রায়ের জন্মদিবস পালন

তবে শুধু সরকারি অর্ধদিবস ছুটিই নয়। রাজ্য তথা  দেশজুড়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জন্মদিবস সাড়ম্বরে পালিত হয়ে আসছে প্রতিবছর। এ বছরও তার ব্যাতিক্রম নয়। 

1010
সচেতনতা শিবির

বিশেষ এই দিনে রাজ্য সরকারের তরফে গোটা রাজ্যজুড়ে সচেতনতা শিবিক, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ডঃ বিধানচন্দ্র রায়ের ছবিতে মাল্যদানের মাধ্যমে পালন করা হয়। প্রতিবছরের মতোন এই বছরও ১ জুলাই তা পালিত হবে বলে নবান্ন সূত্রে জানানো হয়েছে। 

Read more Photos on
click me!

Recommended Stories