বাংলার মাথায় ঘনীভূত মৌসুমি অক্ষরেখা, ফের উত্তর-দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

Published : Jul 31, 2025, 06:36 AM IST

WB Rain Alerts: লক্ষ্মীবারের ভোরবেলা থেকেই ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজছে মহানগর সহ শহরতলি। যারফলে কমেছে অনেকটাই তাপমাত্রা। আজ সারাদিন কেমন থাকবে আবহাওয়া? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
16
কেমন থাকবে আজকের আবহাওয়া?

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বাংলার উপর ঘণীভূত মৌসুমি অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ২ অগাস্ট থেকে ৫ অগাস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

26
দক্ষিণ ও উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণ ও উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস। এছাড়াও ২ অগাস্ট থেকে ৫ অগাস্ট পর্যন্ত সতর্কতা জারি থাকবে। ৩১ জুলাই থেকে ১ অগাস্ট পর্যন্ত বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান সহ অন্যান্য জেলায় ৭-১১ সেমি পর্যন্ত বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার সম্ভাবনা জারি থাকবে।

36
হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

হাওয়া অফিস সূত্রে খবর, ২ অগাস্ট থেকে ৫ অগাস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের অনেক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকবে।  যারফলে শহর ও নিচু এলাকায় জলজমা, যান চলাচলে বিঘ্ন। কাঁচা বাড়ির ক্ষয়ক্ষতির আশঙ্কা। কৃষি জমিতে জল দাঁড়িয়ে ফসলের ক্ষতি হতে পারে।

46
উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

৩০ জুলাই থেকে ৫ অগাস্ট পর্যন্ত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে ৭-২০ সেমি পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়া (৩০-৪০ কিমি/ঘণ্টা) প্রতিদিন এক বা একাধিক জেলায় হতে পারে।

56
নদীর জলস্তর বৃদ্ধির সম্ভাবনা

হাওয়া অফিস সূত্রে খবর, বৃষ্টির প্রভাবে নিচু এলাকায় জল জমে রাস্তাঘাটে যান চলাচলে সমস্যা তৈরি হতে পারে। এছাড়াও পাহাড়ি অঞ্চলে ধস নামার আশঙ্কা, বিশেষত দার্জিলিং ও কালিম্পং-এ। তিস্তা, তোর্সা, জলঢাকা, রায়ডাক প্রভৃতি নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও রয়েছে প্রবল।

66
ভারী বৃষ্টির সতর্কতা একাধিক জেলায়

বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। শুক্রবারও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা।  শনিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে উত্তরবঙ্গে। দার্জিলিং ও কালিম্পং এ অতি ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। রবিবার বৃষ্টি আরও বাড়বে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি হবে কোচবিহার জেলাতে। 

Read more Photos on
click me!

Recommended Stories