Russia Earthquake: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল পুতিনের দেশ। ভূমিকম্পের মাত্রা এতটাই বেশি যে তারপরই শুরু হয়েছে সুনামি। সতর্কতা জারি রাশিয়া সহ একাধিক দেশে। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…  

Russia Earthquake: সাতসকালে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল পুতিনের দেশ। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ৮.৮। জানা গিয়েছে, শক্তিশালী এই ভূমিকম্পের পর আছড়ে পড়েছে সুনামিও। সুনামির তীব্রতা এতটাই বেশি ছিল যে, জলের উচ্চতা পৌঁছেছে প্রায় ৩ মিটার উঁচুতে। যারফলে একসঙ্গে জোড়া সতর্কতা জারি করা হয়েছে রাশিয়া, জাপান ও আমেরিকা জুড়ে। বুধবার রিখটার স্কেলে ৮.৮ মাত্রায় তীব্র শক্তিশালী এই ভূমিকম্পটি প্রথম আছড়ে পড়ে রাশিয়ার সুদূর পূর্ব কামচাটকা উপদ্বীপ এলাকায়।

বিভিন্ন সংবাদ সংস্থা সূত্রে খবর, বুধবার ভোরে রাশিয়ার সুদূর পূর্বে আঘাত হানে শক্তিশালী এই ভূমিকম্প। রিখটার স্কেলে ৮.৮ মাত্রার এই তীব্র ভূমিকম্প উত্তর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুনামি সৃষ্টি করেছে। যার ফলে আলাস্কা, হাওয়াই এবং দক্ষিণে নিউজিল্যান্ড পর্যন্ত সতর্কতা জারি করা হয়েছে। ভূমিকম্পের পরপরই মঙ্গলবার হনলুলুতে সুনামি সতর্কতার সাইরেন বেজে ওঠে এবং স্থানীয় বাসিন্দাদের উঁচু স্থানে সরে যেতে বলা হয়। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি দেশেও সতর্কতা জারি করা হয়েছে। এই ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি, তবে সুনামি আঘাত হানলে বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

জাপানের হোক্কাইডোতে ৩০ সেমি উচ্চতার সুনামি:-

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, প্রায় ৩০ সেন্টিমিটার (প্রায় ১ ফুট) উচ্চতার সুনামির প্রথম ঢেউ হোক্কাইডোর পূর্বাঞ্চলীয় উপকূলের নেমুরো শহরে পৌঁছেছে।

ভূমিকম্পের উপকেন্দ্রের নিকটবর্তী রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ক্ষয়ক্ষতি এবং বাসিন্দাদের সরিয়ে নেওয়ার খবর পাওয়া গিয়েছে। স্থানীয় গভর্নর ভ্যালেরি লিমারেঙ্কোর জানান, সুনামির প্রথম ঢেউ প্রশান্ত মহাসাগরে রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জের প্রধান বসতি সেভেরো-কুরিলস্কের উপকূলীয় অঞ্চলে আঘাত হানে। তিনি আরও জানান, বাসিন্দারা নিরাপদে আছেন এবং সুনামির পুনরাবৃত্তির আশঙ্কা না কমা পর্যন্ত তারা উঁচু স্থানেই আপাতত থাকবেন।

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুনামি সতর্কতা:-

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র (Pacific Tsunami Warning Center) জানিয়েছে যে, হাওয়াই, চিলি, জাপান এবং সলোমন দ্বীপপুঞ্জের কিছু উপকূলীয় এলাকায় জোয়ারের স্তর থেকে ১ থেকে ৩ মিটার (প্রায় ১ থেকে ৩ গজ) উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে। এছাড়াও, সতর্কতা কেন্দ্র আরও জানিয়েছে যে, রাশিয়া এবং ইকুয়েডরের কিছু উপকূলীয় এলাকায় ৩ মিটারের (প্রায় ৩ গজের) বেশি উঁচু ঢেউয়ের সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট দেশগুলিকে সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

Scroll to load tweet…

হাওয়াই দ্বীপপুঞ্জে সুনামির সতর্কতা:-

সূত্রের খবর, রিখটার স্কেলে ৮.৮ মাত্রার ভূমিকম্পের জেরে ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। একইসঙ্গে হাওয়াই দ্বীপপুঞ্জের সমস্ত উপকূলরেখা বরাবর ব্যাপক ক্ষতি হতে পারে বলে জানিয়েছে প্যাসিফিক সুনামি সতর্কতা কেন্দ্র (Pacific Tsunami Warning Center)। এই পরিস্থিতিতে জীবন ও সম্পত্তি রক্ষার জন্য জরুরি পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়েছে সতর্কবার্তায়। জাপান এবং মার্কিন ভূকম্প বিশেষজ্ঞরা প্রাথমিকভাবে জানিয়েছিলেন, জাপানের সময় সকাল ৮:২৫ মিনিটে হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল ৮.০। তবে পরবর্তীতে ইউএস জিওলজিক্যাল সার্ভে (USGS) তাদের পরিমাপ করে ভূমিকম্পের মাত্রা ৮.৮ বলে জানায়। ইউএসজিএস আরও জানিয়েছে যে, ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ২০.৭ কিলোমিটার (১৩ মাইল) গভীরে উৎপন্ন হয়েছে।

Scroll to load tweet…

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।