Jyotsna Mandi: বাজার করতে গিয়ে মন্ত্রীর স্বামীকে গণধোলাইয়ের অভিযোগ, গ্রেফতার ৬

Published : Jun 14, 2025, 01:53 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Bankura News: ভরা বাজারে একা পেয়ে রাজ্যের মন্ত্রীর স্বামীরে মারধরের অভিযোগ উঠল গেরুয়া শিবিরের বিরুদ্ধে। ঘটনায় শোরগোল রাজনৈতিক মহলে। বিশদে জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন… 

Bankura News: মন্ত্রীর স্বামীর উপর হামলা, লাঠির ঘায়ে গুরুতর জখম মন্ত্রীর স্বামী। অভিযোগের তীর বিজেপির দিকে, অভিযোগ অস্বীকার বিজেপির। জানা গিয়েছে, রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামীর উপর হামলা ও মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। শুক্রবার রাতে মন্ত্রীর স্বামী তুহীন মান্ডির উপর হামলার অভিযোগ ওঠে বাঁকুড়ার খাতড়া বাজারে। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে বিজেপির দিকে।  এদিকে ঘটনায় ৬ বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে খাতড়া থানার পুলিশ। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডির অভিযোগ, শুক্রবার সন্ধ্যার কিছু পরে বাঁকুড়ার খাতড়া বাজারে লাঠি সোঁটা নিয়ে জমায়েত করেছিলেন বিজেপির বেশ কিছু লোকজন। সেই সময় মুদিখানার সামগ্রী কিনতে বাজারে যান মন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামী তুহীন মান্ডি। অভিযোগ, বাজার করার সময় আচমকাই বিজেপির ১৫ -১৬জন কর্মী লাঠিসোঁটা নিয়ে তাঁর স্বামীর উপর হামলা চালায়। পিঠে ও ডান হাতে গুরুতর আঘাত পান মন্ত্রীর স্বামী। খবর পেয়ে তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে শুক্রবার রাতেই খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়েও দেওয়া হয়। এদিকে খাতড়া থানায় ঘটনার অভিযোগ জানানোর পর পুলিশ ৬ জনকে গ্রেফতার করেছে।

ধৃতদের শুক্রবার খাতড়া মহকুমা আদালতে পেশ করে পুলিশ। মন্ত্রীর অভিযোগ, বেশ কিছুদিন ধরেই বিজেপি এলাকাকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে। আর সেই রাজনৈতিক উদ্দেশেই তাঁর স্বামীর উপর হামলা চালিয়েছে বিজেপি। এদিকে এই ঘটনায় বিজেপি যোগের অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে গেরুয়া শিবির। বিজেপির তরফে দাবি, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। 

শুক্রবার সন্ধ্যায় খাতড়া বাজারে তৃণমূলের গুন্ডারা বিজেপি কর্মীদের উপর হামলা চালানোর ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র‍্যাফ নেমে লাঠিচার্জ করে। সেই সময় লাঠির আঘাতে অথবা তৃণমূলেরই কোনও কর্মীর লাঠির আঘাতে মন্ত্রীর স্বামী আহত হয়ে থাকতে পারেন। এর সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই।

অন্যদিকে, বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের বাড়িতে গিয়ে ভাগ চাষের জমি নিয়ে বিবাদের জেরে এক ব্যক্তির মাথায় কোপানোর অভিযোগ উঠল। ঘটনায় গুরুতর আহত অবস্থায় বনগাঁ মহাকুমা হাসপাতালে ভর্তি রামপ্রসাদ সিকদার ।

উত্তর ২৪ পরগনার গোপালনগর থানা এলাকার পাল্লা এলাকার বাসিন্দা রামপ্রসাদ শিকদারের সঙ্গে পলাশ ঢালির সঙ্গে জমি নিয়ে বিবাদ হয় । পলাশ ঢালীর জমি ভাগে চাষ করত রামপ্রসাদ শিকদার । ভাগ চাষের জমির টাকা নিয়ে বিবাদ হয় দুইজনের । অভিযোগ পরবর্তীতে রামপ্রসাদ শিকদার বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের বাড়িতে যান । স্বপন মজুমদারের বাড়িতে গেলে পলাশ ঢালি দা নিয়ে রামপ্রসাদ শিকদারের উপরে আক্রমণ করে । তার মাথায় কোপ মারার অভিযোগ । রামপ্রসাদ সিকদারকে প্রাথমিকভাবে পাল্লা গ্রামীণ হাসপাতাল ও পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে গুরুতর আহত অবস্থায় বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে গোপালনগর থানার পুলিশ ।

এই বিষয়ে বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক মজুমদার বলেন, ‘’ঘটনার সময় আমি ছিলাম না । পলাশ ঢালি ও রামপ্রসাদ সিকদারের প্রাথমিকভাবে বিবাদ হয় পাল্লা বাজারের কোনও দোকানে । সেখান থেকে আমার বাড়িতে আসে । এখানে এসে রামপ্রসাদ শিকদারের উপরে দা নিয়ে আক্রমণ করে পলাশ ঢালী ।'' এদিকে ঘটনায় পলাশ ঢালির কঠোর শাস্তির দাবি জানিয়েছেন বিধায়ক ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

লোকসভায় দাঁড়িয়ে কমিশনের কাছে কেন্দ্রীয় বাহিনীর আর্জি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, দেখুন কী বলছেন
শেখ শাহজাহানকে অন্য রাজ্যে নিয়ে যাওয়ার আর্জি শুভেন্দুর, দেখুন কী বলছেন