সোমবারেই ডিএ নিয়ে খুশির খবর পাবেন রাজ্য সরকারি কর্মীরা! কী বলছে হাইকোর্টের শুনানি?

এর আগে ছয় বার জয় হয়েছে রাজ্য সরকারি কর্মীদের। সপ্তমবারেও কি শেষ হাসি তারাই হাসবে? বকেয়া ডিএ মেটানোর দাবীতে চলছে এই মামলা।

 

১২ জুলাই সোমবার সুপ্রিম কোর্টে বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি এসভিএন ভাট্টির ডিভিশন বেঞ্চে এই ডিএ মামলা ওঠার কথা। তাই আজই এই মামলার শুনানি হবে বলে চরম উৎকন্ঠায় প্রহক গুণছেন রাজ্য সরকারি কর্মীরা। এর আগে ছয় বার জয় হয়েছে রাজ্য সরকারি কর্মীদের। সপ্তমবারেও কি শেষ হাসি তারাই হাসবে? বকেয়া ডিএ মেটানোর দাবীতে চলছে এই মামলা।

১৮ মার্চ শেষ বার সুপ্রিম কোর্টে এই বকেয়া ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল। সেদিন শুনানি হয়নি। এর জেরে মামলাটি পিছিয়ে যায়। বিগত প্রায় বেশ কয়েক মাস ধরে এই কেসের শুনানির অপেক্ষায় আছে বাংলার সরকারি কর্মীরা। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী ফিরদৌস শামিম বলেছেন, 'সোমবারেই সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হবে বলে আশা করছি।'

Latest Videos

২০০৯ সালের রোপা রুলে পরিষ্কার বলা আছে যে ডিএ হল রাজ্য সরকারি কর্মচারীদের আইনসংগত অধিকার। সেটাই ফের প্রমাণিত হবে সুপ্রিম কোর্টে। রাজ্য সরকার ছ’বার ডিএ মামলায় হেরেছে। সপ্তমবার হারের মুখে পড়বে শীর্ষ আদালতে। আর রাজ্য সরকারি কর্মচারীদের হকের দাবিপূরণ হবে বলে আমরা আশাবাদী। সপ্তমবারেও আমরাই জিতবো, বলেন আইনজীবী ফিরদৌস শামিম।

Share this article
click me!

Latest Videos

'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
'পুলিশ ও তৃণমূলের গুণ্ডারা সর্বত্র ভোট লুট করেছে' মারাত্মক অভিযোগ সুজন চক্রবর্তীর
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today
'কত বড় সাহস! পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বলেছে ভোট দিতে যাবে না' এ কী অভিযোগ করলেন শুভেন্দু
আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya