এর আগে ছয় বার জয় হয়েছে রাজ্য সরকারি কর্মীদের। সপ্তমবারেও কি শেষ হাসি তারাই হাসবে? বকেয়া ডিএ মেটানোর দাবীতে চলছে এই মামলা।
১২ জুলাই সোমবার সুপ্রিম কোর্টে বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি এসভিএন ভাট্টির ডিভিশন বেঞ্চে এই ডিএ মামলা ওঠার কথা। তাই আজই এই মামলার শুনানি হবে বলে চরম উৎকন্ঠায় প্রহক গুণছেন রাজ্য সরকারি কর্মীরা। এর আগে ছয় বার জয় হয়েছে রাজ্য সরকারি কর্মীদের। সপ্তমবারেও কি শেষ হাসি তারাই হাসবে? বকেয়া ডিএ মেটানোর দাবীতে চলছে এই মামলা।
১৮ মার্চ শেষ বার সুপ্রিম কোর্টে এই বকেয়া ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল। সেদিন শুনানি হয়নি। এর জেরে মামলাটি পিছিয়ে যায়। বিগত প্রায় বেশ কয়েক মাস ধরে এই কেসের শুনানির অপেক্ষায় আছে বাংলার সরকারি কর্মীরা। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী ফিরদৌস শামিম বলেছেন, 'সোমবারেই সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হবে বলে আশা করছি।'
২০০৯ সালের রোপা রুলে পরিষ্কার বলা আছে যে ডিএ হল রাজ্য সরকারি কর্মচারীদের আইনসংগত অধিকার। সেটাই ফের প্রমাণিত হবে সুপ্রিম কোর্টে। রাজ্য সরকার ছ’বার ডিএ মামলায় হেরেছে। সপ্তমবার হারের মুখে পড়বে শীর্ষ আদালতে। আর রাজ্য সরকারি কর্মচারীদের হকের দাবিপূরণ হবে বলে আমরা আশাবাদী। সপ্তমবারেও আমরাই জিতবো, বলেন আইনজীবী ফিরদৌস শামিম।