আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, নভেম্বরের শেষ সপ্তাহেও শীতের ব্যাটিংয়ে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা কম। কারণ, ফের নিম্নচাপের ভ্রুকূটি। যার জেরে আগামী কয়েক দিন শীতের আমেজ থাকলেও দক্ষিণবঙ্গজুড়ে ভোগাতে পারে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি। যে ভাবে তাপমাত্রার পারদ নিম্নমুখী হয়েছিল বিগত কয়েকদিনে সেই শীতের প্রভাব আর নেই। দিনের বেলাতেও গরম আর অস্বস্তি।
25
দক্ষিণবঙ্গের হাওয়া বদল
হাওয়া অফিস সূত্রে খবর, নিম্নচাপের জেরে এই মুহুর্তে দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা না থাকলেও ভোগাতে পারে কুয়াশা। ভোরবেলার দিকে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। তবে নভেম্বরের শুরুতে যেমন জাঁকিয়ে শীতের দাপট লাগছিল গায়ে শেষ সপ্তাহে অতটাও বজায় থাকবে না শীতের আমেজ।
35
ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টি?
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যা ২২ নভেম্বরের দিকে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজ্যজুড়ে আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও লাগোয়া অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং তা সমুদ্রস্তর থেকে প্রায় ৩.১ কিমি পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ২২ নভেম্বর নাগাদ একটি নিম্নচাপের সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, যা পরবর্তী ৪৮ ঘণ্টায় পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও শক্তিশালী হতে পারে বলে পূর্বাভাস ।
সারা পশ্চিমবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। দক্ষিণ ২৪ পরগনার এক-দু’জায়গায় অল্প কুয়াশা দেখা গিয়েছে এবং উত্তরবঙ্গের কোচবিহারের এক-দু’স্থানে দমকা হাওয়া। ন্যূনতম তাপমাত্রা দক্ষিণবঙ্গে কয়েক স্থানে উল্লেখযোগ্যভাবে বেড়েছে, তবে সামগ্রিকভাবে বহু স্থানে স্বাভাবিকের চেয়ে কম থেকে উল্লেখযোগ্যভাবে কম রয়েছে। উত্তরবঙ্গে কিছু স্থানে কম, কিছু স্থানে বেশি, বাকি জায়গায় স্বাভাবিকের কাছাকাছি থেকেছে তাপমাত্রা।
55
কবে থেকে ফিরবে শীত
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, নভেম্বর মাসের শেষ সপ্তাহজুড়ে এমনই আবহাওয়া বিরাজ করবে। ভোরের দিকে বাতাসে শীতের আমেজ বজায় থাকলেও বেলা বাড়তেই উধাও হবে ঠান্ডা। তবে ডিসেন্বর থেকে ফের স্বমহিমায় ফিরতে পারে শীতের ব্যাটিং। এমনটাই পূর্বাভাস।