Mamata Banerjee On BLO: কর্তব্যরত অবস্থায় কোনও বিএলও মারা গেলে এবার তাদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করবে রাজ্য সরকার। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
Mamata Banerjee On BLO: কর্তব্যরত অবস্থায় রাজ্যে বিএলও বা বুথ লেভেল অফিসারদের মৃত্যুর ঘটনায় এবার বড় সিদ্ধান্ত নিলো রাজ্য সরকার। শুক্রবার নবান্ন সূত্র মারফত খবরে জানা গিয়েছে যে, রাজ্যে কর্তব্যরত অবস্থায় যে দুজন বিএলও মারা গিয়েছেন তাদের পরিবারকে দেওয়া হবে আর্থিক ক্ষতিপূরণ। এছাড়াও দুর্ঘটনায় আহত বিএলও-দের জন্যও ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার।
কত টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা সরকারের?
নবান্ন সূত্রে খবর, রাজ্যে যে দুজন বিএলও মারা গিয়েছেন তাঁদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়াও যে একজন অসুস্থ হয়ে পড়েছেন তার পরিবারকেও একলক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।
কেন এই সিদ্ধান্ত?
সূত্রের খবর, গত ৪ নভেম্বর থেকে রাজ্যজুড়ে এসআইআর বা ভোটার তালিকা নিবিড় সমীক্ষা চালু হতেই অত্যাধিক কাজের চাপ এসে পড়েছে বুথ লেভেল অফিসারদের ওপর। এমনটাই অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, বাড়ি-বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দেওয়া ও তা আবার সংগ্রহ করে কমিশনের নির্দিষ্ট অ্যাপে আপলোডের কাজও করতে হচ্ছে বিএলও-দের। এমনকি কোনও নাগরিক এসআইআর ফর্ম ফিলাপ করতে না পারলে তাকে সাহায্যও করতে হচ্ছে। একহাতে এতগুলো কাজ করতে হচ্ছে বলে অনেক বিএলও-ই হাঁপিয়ে উঠছে বলে অভিযোগ।
শুধু তাই নয়, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল অত্যাধিক কাজের চাপ না নিতে পেরে বিএলও-র কেঁদে দেওয়া এবং চাকরি থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশের ভিডিয়ো। যা নিয়ে ব্যাপক শোরগোল তৈরি হয় নেট মাধ্যমে। আর এবার উত্তরবঙ্গে দুই বিএলও-র মৃত্যুতে তাদের উপর যে অত্যাধিক কাজের চাপ দেওয়া হচ্ছে তা নিয়ে সরব হয়েছে তৃণমূল শিবির। এমনকি ঘটনার প্রতিবাদে আগামী মঙ্গলবার পথে নামারও সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের সর্বোচ্চ নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


