WB Winter Update: নভেম্বর মাস শুরু হয়ে গেলেও এখনও শীতের দেখা নেই। কবে থেকে জাঁকিয়ে পড়বে ঠান্ডা? জানুন আলিপুর আবহাওয়া দফতরের বিরাট পূর্বাভাস। দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
ক্যালেণ্ডারের হিসেব বলছে নভেম্বর মাস পড়ে গিয়েছে। ভোরবেলার দিকে বাতাসে হিমেল ভাব বজায় থাকলেও এখনও দেখা নেই জাঁকিয়ে শীতের। ফলে শীতের জন্য যে আপাতত ডিসেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতেই হবে তেমনটাই পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কারণ, একের পর এক নিম্নচাপ, ঘূর্ণাবর্তের কারণে চলতি নভেম্বরেও খুব একটা শীতের আমেজ পাবেন না বঙ্গবাসী। অপেক্ষা সেই ডিসেম্বরের।
25
নভেম্বরেও উষ্ণতম কলকাতা
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ১৫ বছরে এত উষ্ণ নভেম্বর দেখেনি বাংলার মানুষ। এর আগে ২০২১-২২ সালেও অক্টোবর মাসে রাতের দিকে তাপমাত্রা ১৮-১৯ ডিগ্রিতে নেমেছিল। তবে এবার গোটা অক্টোবরটাই কেটে গিয়েছে বৃষ্টিতে। ফলে নভেম্বরেও তেমন ঠান্ডা পড়ার কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।
35
সরছে নিম্নচাপ, উত্তরে অব্যাহত দুর্যোগ!
হাওয়া অফিস সূত্রে খবর, আপাতত দক্ষিণবঙ্গ হয়ে বাংলাদেশের দিকে সরছে নিম্নচাপ। রবিবার-সোমবার-মঙ্গলবার রাজ্যে বৃষ্টির সম্ভাবনা কম। তবে উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা থেকেই যাচ্ছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। ধসের আশঙ্কা পার্বত্য এলাকায়। জলস্তর বাড়ছে নদীরও। এর জেরে নিচু এলাকা প্লাবিত হবার আশঙ্কা। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার বেশিরভাগ জেলাতে।
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রবিবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সোমবার ও মঙ্গলবার শুষ্ক আবহাওয়া ও পরিষ্কার আকাশ। বুধবার থেকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলাতে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, নদীয়াতে বৃষ্টির সম্ভাবনা বেশি। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে।
55
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা
গত কয়েকদিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত উত্তরবঙ্গ। সপ্তাহান্তেও ভারী বৃষ্টির পূর্বাভাস। রবিবারেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। সোমবার থেকে আবহাওয়া বদলাবে উত্তরবঙ্গে। আবহাওয়া অফিস আজ উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। রবিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। সোমবার থেকে আকাশ পরিস্কার ও আবহাওয়ার উন্নতি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।