নভেম্বরে একটানা ১১ দিন বন্ধ ব্যাঙ্ক, জরুরি কাজকর্ম সারতে RBI-এর বড় আপডেট
Bank Holiday News: মাসের শুরুতেই একটানা পরপর অনেক দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। কোন দিন ব্যাঙ্কে গেলে মিলবে না পরিষেবা? বিস্তারিত জানতে চোখ রাখুন সম্পূর্ণ ফটো গ্যালারিতে…

নভেম্বরে একটানা বন্ধ ব্যাঙ্ক
নভেম্বর মাস আজ থেকেই শুরু হয়েছে। উৎসবের মরশুম শেষ হওয়ার পর মানুষ আবার দৈনন্দিন কাজে ফিরতে শুরু করেছেন। তবে মাসের শুরুতেই যদি আপনার কোনও জরুরি ব্যাংক সংক্রান্ত কাজ সেরে নেওয়ার পরিকল্পনা করে থাকেন, তাহলে সতর্ক হোন। কারণ নভেম্বর মাসে মোট ১১ দিন ব্যাংক বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে সবগুলো রবিবার, মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার সহ নির্দিষ্ট ছুটির দিনগুলো।
ব্যাঙ্কের ছুটি নিয়ে আরবিআই-এর বিজ্ঞপ্তি প্রকাশ
রিজার্ভ ব্যাংক (RBI)-এর ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, নভেম্বর মাসে বিভিন্ন রাজ্যে স্থানীয় উৎসব ও আঞ্চলিক বিশেষ কারণে বেশ কয়েকদিন ব্যাংক বন্ধ থাকবে। তবে অন্য রাজ্যগুলিতে নিয়মিতভাবে ব্যাংকিং পরিষেবা চালু থাকবে। যদিও শাখা ব্যাংক বন্ধ থাকলেও, গ্রাহকদের চিন্তার কারণ নেই। প্রয়োজনীয় লেনদেন সহজেই করা যাবে এটিএম, মোবাইল ব্যাংকিং, নেট ব্যাংকিং এবং ইউপিআই-এর মাধ্যমে। ফলে গুরুত্বপূর্ণ আর্থিক কাজকর্মে কোনও বাধা পড়বে না বলেই জানিয়েছে RBI।
১ নভেম্বর একাধিক রাজ্য বন্ধ ব্যাঙ্ক
নভেম্বরের প্রথম শনিবারেই দেশের কয়েকটি রাজ্যে ব্যাংক পরিষেবা বন্ধ রয়েছে। কর্ণাটকে আজ পালিত হচ্ছে কন্নড় রাজ্যোৎসব, যা রাজ্যের প্রতিষ্ঠা দিবস হিসেবে উদযাপিত হয়। একই সঙ্গে উত্তরাখণ্ডে আজ পালিত হচ্ছে ইগাস, স্থানীয়ভাবে যার পরিচিতি “দেবতার দীপাবলি” নামে। এই উৎসব উপলক্ষে দুটি রাজ্যেই আজ ব্যাংক বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
৫ নভেম্বর বন্ধ থাকবে ব্যাঙ্ক
৫ নভেম্বর (বুধবার) গুরু নানক জয়ন্তী ও কার্তিক পূর্ণিমা উপলক্ষে দেশের বহু রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে। এই দিনটি শিখ ধর্মের প্রথম গুরু গুরু নানক দেব জির জন্মজয়ন্তী হিসেবে পালন করা হয়, পাশাপাশি কার্তিক মাসের পূর্ণিমা তিথিও বিশেষভাবে উদযাপিত হয়। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড এবং জম্মু-কাশ্মীরসহ একাধিক রাজ্যে এদিন ব্যাংকিং পরিষেবা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
মোট কতদিন বন্ধ থাকছে ব্যাঙ্ক?
৭ নভেম্বর (শুক্রবার) ওয়াংলা উৎসব – মেঘালয় মেঘালয়ে গারো আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ফসল কাটার উৎসব ওয়াংলা পালন করা হবে। এই উপলক্ষে রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে। তবে দেশের অন্যান্য রাজ্যে ঐদিন স্বাভাবিক ব্যাংক কার্যক্রম চলবে।
৮ নভেম্বর (শনিবার): কনকদাস জয়ন্তী – কর্ণাটক কর্ণাটকে এই দিনটি সন্ত-কবি কনকদাস-এর জন্মজয়ন্তী হিসেবে উদযাপিত হয়। এ কারণে কর্ণাটকের কিছু স্থানে সরকারি ছুটি থাকবে এবং ব্যাংক আংশিকভাবে বন্ধ থাকতে পারে।
১১ নভেম্বর (মঙ্গলবার): ল্হাবাব দুচেন – সিকিমে ল্হাবাব দুচেন নামে গুরুত্বপূর্ণ বৌদ্ধ ধর্মীয় উৎসব পালিত হবে। রাজ্যে এই দিন ব্যাংক বন্ধ থাকবে, তবে অন্যান্য রাজ্যে স্বাভাবিক ব্যাংকিং সেবা চালু থাকবে।

