
Mamata Banerjee News: নিয়োগ দুর্নীতির জাঁতাকলে পিষেই আজ রাজপথে শিক্ষক সমাজ। ওএমআর শিট ও তালিকা প্রকাশের দাবিতে এসএসসি ভবনের সামনে রাতভর ধর্না। গরমে-অনাহারে কাটছে দিন। সরকার প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু বাস্তবের মঞ্চে এখনও আলো নেই। মুখ্যমন্ত্রী আর্জি জানিয়েছেন কাজে ফেরার, শিক্ষামন্ত্রী বলছেন—আইনি বাধা। অথচ ভবিষ্যৎ দাঁড়িয়ে অনিশ্চয়তার মুখে। প্রশ্ন উঠছে, এই শিক্ষকদের গন্তব্য কোথায়?
এসএসসি ভবনের সামনে সোমবার রাতভর অবস্থান চাকরিহারাদের। সকাল পেরিয়ে বিকালেও আন্দোলন অব্যাহত। দাবি একটাই—ওএমআর শিট প্রকাশ ও ‘যোগ্য-অযোগ্য’ তালিকা সামনে আনতে হবে। কারা যোগ্য, কারাই বা অযোগ্য, তালিকা প্রকাশ করে পৃথকীকরণের ভরসা দিয়েছিল এসএসসি। তার দিনও ধার্য হয়েছিল। কিন্তু শুধু মৌখিক আশ্বাস বা প্রতিশ্রুতিতে কাজ হল না, তা আরও একবার প্রমাণিত হয়েছে সোমবার। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ‘যোগ্য-অযোগ্যে’র কোনও তালিকাই প্রকাশিত হয়নি। কথা দিয়ে কথা না রাখায় এসএসসি আর মধ্যশিক্ষা পর্ষদ ভবনের সামনে রাতভর ধর্নায় বসে রইলেন ‘যোগ্য’ শিক্ষকরা। ভুখা পেটে মঙ্গলবার সকাল থেকে চলছে একরোখা প্রতিবাদ।
এই আবহে মঙ্গলবার মেদিনীপুর কলেজ মাঠে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী চাকরিহারাদের কর্মস্থলে ফেরার আর্জি জানান। বলেন, 'কেন গরমে বসে আছেন? আপনারা স্কুলে যান। নিশ্চিন্তে ক্লাস করুন।' বেতন নিয়ে ভাবতে হবে না বলেও সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি আরও বলেন, ''আপনারা নিশ্চিন্তে কাজে যান। বাকি দায়িত্ব রাজ্য সরকারের। কলকাতায় থাকলে এক মিনিটে সমস্যার সমাধান করে দিতাম। সুপ্রিম কোর্ট আপনাদের চাকরি বাতিল করেছিল, বেতন বন্ধ করেছিল। আমরা তো আদালতে গিয়েছি। আপনারা বেতন পাবেন। এত উত্তজেনার কোনও দরকার নেই। আর গ্রুপ সি-ডি যাদের বাতিল হয়েছে, তাঁরাও চিন্তা করবেন না। আইনজীবীদের পরামর্শ নিতে দিন। নির্দেশ মেনেই আপনাদের জন্য যা করনীয় তা সরকার তাই করবে।''
চাকরি বাতিল ইস্যুতে ফের বিরোধীদের নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। চাকরিহারাদের বেতন সুনিশ্চিত করে মমতা বলেন, যাঁরা আপনাদের উস্কানি দিচ্ছে, তাঁরা টাকা দেবে না। সরকার আপনাদের বেতন দেবে। কে যোগ্য, আর কে অযোগ্য, সেই তালিকা দিয়ে আপনাদের হবেটা কী? আন্দোলনকারী চাকরিহারাদের উদ্দেশে প্রশ্ন মুখ্যমন্ত্রীর। শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ নিয়ে তিনি বলেন, তিনি কলকাতায় থাকলে খুব সহজেই মিটিয়ে দিতেন শিক্ষকদের সমস্যা।
অন্যদিকে, প্রতিশ্রুতি দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কিন্তু নির্দিষ্ট দিনে যোগ্য অযোগ্যদের তালিকা বার করতে পারল না এসএসসি কমিশন। আইনি পরামর্শ না-পাওয়ার কারণেই তালিকা প্রকাশ করা হয়নি বলে এদিন স্পষ্ট জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ওড়ালেন কাউন্সেলিং সংক্রান্ত ধোঁয়াশা। ‘অযোগ্য তালিকায় নেই ১৭,২০৬ জন’, আন্দোলনকারীদের আশ্বাস দিয়ে কাজে ফেরার আর্জি জানিয়েছেন ব্রাত্য বসু। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে সুর মিলিয়ে বিরোধীদের আবারও ব্রাত্য মনে করিয়ে দিলেন, চাকরিহারাদের পাশে একমাত্র রাজ্য সরকারই আছে। তবে এখন দেখার কতদিনে মেলে চাকরিহারাদের হকের চাকরি। কোন পথে যায় আন্দোলন! তা অবশ্য বলবে সময়।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।