WBBSE Madhyamik Results 2025: জেলা টেক্কা দিল কলকাতাকে, প্রথম দশে ৬৬ পড়ুয়া, দেখে নিন সম্পূর্ণ তালিকা

Published : May 02, 2025, 09:53 AM ISTUpdated : May 02, 2025, 11:13 AM IST
SSLC exam

সংক্ষিপ্ত

মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হল, মেধাতালিকার শীর্ষে জেলার ছাত্রছাত্রীরা। ৬৬ জন মেধাতালিকায় স্থান পেয়েছে।

WBBSE Madhyamik Results 2025: আজ শুক্রবার ২ মে মাধ্যমিক পরীক্ষা ২০২৫-র (Madhyamik Result) ফল প্রকাশিত হল। পরীক্ষা শুরুর ৭০ দিনের মাথায় মাধ্য়মিকের ফল প্রকাশ হয়। এবার কলকাতাকে টেক্কা দিল জেলা। মেধাতালিকায় প্রথম দশে রাজ্যের ৬৬ পড়ুয়া।

এই বছর মোট মাধ্যমিক পরীক্ষার্থীর (Students) সংখ্যা বেড়ে হয়েছিল ৯,৮৪,৮৯৪ জন। গত বছর থেকে ৬২ হাজার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। এবছর রাজ্য জুড়ে পরীক্ষাকেন্দ্র ছিল ২,৬৮৩ টি। সকাল ৯টায় হয় ফলপ্রকাশ। পর্ষদের তরফে আগেই জানানো হয়েছিল ২ মে ২০২৫ তারিখ সকাল ৯.৪৫ থেকে সংশ্লিষ্ট ওয়েবসাইটে (Website) এবং মোবাইল অ্যাপে (Mobile Apps) মাধ্যমিক ২০২৫-র রেজাল্ট পাওয়া যাবে। রেজাল্ট (Result) দেখতে হলে ক্লিক করুন wbbse.wb.gov.in-এ। এছাড়াও wbresults.nic.in এ রেজাল্ট দেখতে পাবেন।

শুক্রবার সকাল ৯টায় হয় প্রেস কনফারেন্স (Press Conference)। পর্যদের তরফে সকাল ৯টা নাগাদ হল ফল । ফল ঘোষণা করলেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। ২০২৫ সালের মাধ্যমিকের মেধাতালিকায় মোট ৬৬ জনের নাম রয়েছে। জেনে নিন সম্পূর্ণ মেধাতালিকায় কাদের নাম রয়েছে?

প্রথম: আদ্রিত সরকার। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৬। রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের ছাত্র সে।

দ্বিতীয়: অনুভব বিশ্বাস। রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের ছাত্র সে। প্রাপ্ত নম্বর ৬৯৮। একই নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে আছে সৌম্য পাল।

তৃতীয়: ইশানী চক্রবর্তী। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৩।

চতুর্থ : মহম্মদ সেলি। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯২।

পঞ্চন : সিঞ্চন নন্দী (গৌরহরি হরদাস ইনস্টিটিউশন), মহম্মদ আসিফ (কামারপুকুর রামকৃষ্ণ মিশন), বিশ্বজিৎ ঘোষ, সৌমিত্র করণ (নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন) তাঁদের প্রাপ্ত নম্বর ৬৯১।

ষষ্ঠ : অঞ্চ দে (ফালাকাটা হাইস্কুল), রুদ্রনীল মান্না, অঙ্কন মণ্ডল, অভ্রদীপ মণ্ডল। তাঁদের প্রাপ্ত নম্বর ৬৯০।

সপ্তম: দেবার্ঘ্য দাস, অঙ্কন বসাক। তাঁদের প্রাপ্ত নম্বর ৬৮৯য

অষ্টম: অনির্বাণ দেবনাথ, সত্যম সাহা, আসিফ মেহবুব, মহম্মদ ইনজামুল হক, সৃজন প্রামাণিক, শুভ্র সিনহা মহাপাত্র, স্পন্দন মল্লিক, সৃজনী ঘোষষ কাকলী মণ্ডল, সৌপ্তিক মুখোপাধ্যায়।

নবম: দেবাঙ্গন দাস, মৃন্ময় বসাক, অনীক সরকার, নিশা ঘোষ. ময়ূখ বসু, অয়ন নাগ, অঙ্কুশ জানা, ঐশিক জানা, প্রজ্জ্বল দাস, অনীশ দাস। তাঁদের প্রাপ্ত নম্বর ৬৮৭।

দশম: হামিদা বানু, প্রিয়ম পাল, অদ্রিতা হালদার, সন্ময় দাস, স্বাগতা সরকার, অয়ন্তিকা সামন্ত, সমন্বয় দাস, সোহম সাঁতরা, রাহুল দাস। তাঁদের প্রাপ্ত নম্বর ৬৮৬

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের পর এ কী মন্তব্য আব্দুর রহিম বক্সির? দেখুন
আইটিসি সঙ্গীত সম্মেলন ২০২৫ চলছে মহা আড়ম্বরে! সঙ্গীতের মহামঞ্চে সম্মানিত এই কিংবদন্তী শিল্পী