'রাজভবনকে বিকল্প সরকারি কার্যালয় বানিয়েছে বিজেপি', পাটনায় বিরোধী বৈঠকের পর কড়া বার্তা মমতার

পাটনায় বিরোধী রাজনৈতিক দলের বৈঠকের পর বিজেপিকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি জানিয়েছেন, তাঁদের যেন দেশবিরোধী হিসেবি দেগে না দেওয়া হয়।

 

পাটনায় বিরোধী রাজনৈতিক দলের বৈঠকে শেষেই মমাত বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজোপির তীব্র সমালোচনা করেন। তিনি প্রথমেই বলেন, 'আমরা এক, আমরা একত্রিত হয়ে লড়াই করব। আমাদের বিরোধী বলো না। আমরাও এই দেশের নাগরিক। আমারও দেশকে ভালবাসি, আমরাও দেশপ্রেমী, আমরাও এই দেশের সন্তান। আমরাও ভারত মাতা বলে। মণিপুরে আগুন জ্বললে আমাদের মনের মধ্যে আগুন জ্বলে।' তারপরই বলেন বিজেপির স্বৈরতান্ত্রিক সরকারের বিরুদ্ধে লড়াই করার জন্য তাঁরা একজোট হয়েছেন বলেও জানিয়েছেন। মমতা এদিন স্পষ্ট করে বলেন, তিনি অনেককেই বলতে শুনেছেন, এই নির্বাচনে যদি বিজেপি ক্ষমতায় আসে, তাহলে আগামী বছর থেকে দেশে আর কোনও নির্বাচনই হবে না। বিজেপি এতটাই স্বৈরাচারী! আর ২০২৪ সালের নির্বাচন সেই কারণে খুবই গুরুত্বপূর্ণ বলেও জানিয়েছেন তিনি।

পাটনার বিরোধী রাজনৈতিক দলের বৈঠকে সাংবাদিক সম্মেলনের সময় মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পাশে ছিলেন লালু প্রসাদ যাদব, সুপ্রিয়া সুলে , সঞ্জয় রাউত। প্রত্যেকেই কট্টোর বিজেপি বিরোধী হিসেবেই পরিচিত বর্তমান রাজনীতিতে।

Latest Videos

পাটনায় বসে মমতা পশ্চিমবঙ্গে তাঁর সরকারকে বিজেপি হেনস্থা করছে বলেও অভিযোগ করেন। তিনি অভিযোগ করেন, রাজভবনকে বিকল্প সরকারি কাজকর্মের কেন্দ্রে পরিণত করেছে বিজেপি। তাঁর অভিযোগ পশ্চিমবঙ্গ দিবস অনুষ্ঠানের আয়োজন করেছেন রাজ্যপাল। নিজের মত করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়োগ করছেন বলেও অভিযোগ করেন মমতা।  কিন্তু সেইসব বিষয়ে তাঁর ও তাঁর সরকারের কোনও কর্তাব্যক্তির সঙ্গে আলোচনা পর্যন্ত করা হয়নি। তিনি আরও বলেন বিজেপি যা চাইছে তাই করছে। কেউ যদি কোনও প্রতিবাদ করে তাহলে বিজেপি সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ইডি আর সিবিআই লাগিয়ে দেয়। মুখ বন্ধ করার কৌশল বলেও দাবি করেন তিনি। মমতার অভিযোগ বিজেপি মিডিয়াকে সম্পূর্ণভাবে কন্ট্রোল করছে।

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, বর্তমানে বিজেপি একাধিক আইনজীবী আদালতে পাঠিয়ে তার সরকারের বিরুদ্ধে মামলা করে দেয়। তাতে সুষ্ঠুভাবে কাজ করা সমস্যা হয় বলেও দাবি করেন তিনি। তাঁর সরকার যে মামলায় জর্জরিত তাও জানিয়ে দেন তিনি। বলেন, বিজেপি ১০০ দিনের কাজের টাকা দেয় না, রাজ্যের রাস্তাঘাট তৈরির জন্য টাকা দেয় না বলেও জানান তিনি। বলেন, বিজেপি সরকার কাজের কাজ কিছুই করে না। শুধুমাত্র বিরোধিদের সমস্যায় ফেলে। 

আরও পড়ুনঃ

২০২৪ সালে বিজেপির বিরুদ্ধে একজোট হয়ে লড়াইয়ের বার্তা পাটনা থেকে, বিরোধীদের পরের বৈঠক শিমলায়

Opposition Meet: ২০২৪ সালের নির্বাচনে বিজেপির বিরুদ্ধে একজোট হয়ে লড়াইয়ের বার্তা বিরোধীদের

পঞ্চায়েত ভোট নিয়ে সিবিআই তদন্তের রায়কে চ্যালেঞ্জ, হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রাজ্য

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar