সংক্ষিপ্ত

পাটনায় বিরোধী দলের বৈঠকে ২০২৪ সালে জোট বেঁধে লড়াইয়ের বার্তা দিল বিরোধী রাজনৈতিক দলগুলি।

পাটনায় বিরোধী দলের বৈঠকে ২০২৪ সালে জোট বেঁধে লড়াইয়ের বার্তা দিল বিরোধী রাজনৈতিক দলগুলি। বিজেপির বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করলেও সাফল্য আসবে বলেও দাবি কংগ্রেস, টিএমসি , আরজেডি, আপ-সব একাধিক বিরোধী রাজনৈতিক দলের। শুক্রবার দীর্ঘ সময় ধরেই বিরোধীরা বৈঠক করেন। পরবর্তী বৈঠক হওয়ার কথা সিমলায়।

বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বিরোধী রাজনৈতিক দলগুলিকে একত্রিত করার উদ্যোগ নিয়েছেন। তিনি বিরোধী রাজনৈতিক দলগুলিকে বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন। কিন্তু বৈঠকে যোগ দেওয়ার আগেই রাহুল গান্ধী বিহারের প্রদেশ কংগ্রেস কমিটির সদর দফতরে দলীয় নেতা কর্মীদের সঙ্গে কথা বলেন। সেখানেই তিনি বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের কথা বলেন। তিনি বলেন, 'আপনারা জানেন যে ঘৃণাকে ঘৃণা দিয়ে প্রতিহত করা যায় না। একে পরাজিত করা যায় শুধুমাত্র ভালবাসা দিয়েছে। আর সেই কারণেই আমরা পাটনায় এসেছি। কংগ্রেস দেশকে একত্রিত করতে আর দেশের মধ্যে ভালবাসা ছড়িয়ে দেওয়ার কাজ করছে। ' রাহুল গান্ধী আরও বলেন, কংগ্রেসের ডিএনএ বিহারে রয়েছে। তিনি আরও বলেন কংগ্রেসের ভারত জোড়ো মতাদর্শের বিরুদ্ধে বিজেপি ভারত তোড়ো মতাদর্শ ছড়িয়ে দিচ্ছে। বিজেপির সঙ্গে রয়েছে আরএসএস। রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রায় বিহারের কংগ্রেস নেতা কর্মীদের ভূয়সী প্রশংসা করেন।

নীতিশ কুমার বিরোধী দলগুলিকে একত্রিত করার জন্য ১২টি বিরোধী দলকে পাটনায় বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন। ১২টি বিরোধী দলের উপস্থিতিতে পাটনায় হচ্ছে বিরোধীদের বৈঠক। বিজেপি হারাতে নীতিশের উদ্যোগে এটাই প্রথম বৈঠক। আগামী দিনে রণকৌশল ঠিক করতে আরও এজাতীয় বৈঠক হবে বলেও জানিয়েছেন রাজনৈতিক কর্মকর্তারা। রয়েছেন মমতা, কেজরিওয়াল। যদিও রাজনৈতিক দলগুলির নিজের মধ্যেও একাধিক সমস্যা রয়েছে। সেই সমস্যা কতটা কাটিয়ে উঠতে পারবে তাই এখন দেখার।

বিস্তারিত আসছে....