ডিসেম্বরের শুরু থেকেই বঙ্গে শীতের দাপট। শহর থেকে শহরতলি, সর্বত্র অনুভূত হচ্ছে কনকনে ঠাণ্ডা।
কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ২৪ ডিগ্রি সেলসিয়াসে (স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম), সর্বনিম্ন ১৪ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম)।
আকাশে মেঘ না থাকায় হু হু করে অবাধে ঢুকছে উত্তরের শীতল বাতাস। ফলে, তাপমাত্রা ক্রমাগত নেমে যাচ্ছে দক্ষিণবঙ্গে।
আলিপুর আবহাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে যে, উত্তর ও দক্ষিণবঙ্গে যেমন ঠান্ডা চলছে, আগামি ৫ দিন ধরে তেমনই ঠান্ডা বজায় থাকবে। তবে, ২২ তারিখের পর থেকে একটু একটু করে বাড়বে তাপমাত্রা।
২২ তারিখের পর থেকে জলীয় বাষ্প ঢুকতে শুরু করবে উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গে। এর দরুন, ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ।
উত্তরবঙ্গে আপাতত আকাশ পরিষ্কার থাকবে। মেঘমুক্ত আকাশে নিম্নগামীই হবে পারদ।
পার্বত্য এলাকাগুলিতে রাতের দিকে তুষারপাত জারি থাকার সম্ভাবনা রয়েছে। আগামি ৫ দিনে তাপমাত্রার বড়সড় কোনও হেরফের হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।