Weather News: ঝোড়ো হাওয়ার সঙ্গে জেলায় জেলায় বৃষ্টিপাত, তার মধ্যেই কলকাতায় বেড়ে গেল তাপমাত্রা

Published : Mar 19, 2023, 07:12 AM IST
thunder rain weather

সংক্ষিপ্ত

বাতাসে ব্যাপক জলীয় বাষ্পের চাপ। ২০.৭ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে রবিবারের সর্বনিম্ন তাপমাত্রা গিয়ে পৌঁছেছে ২৩.১ ডিগ্রি সেলসিয়াসে।

শনিবার বিকেল থেকে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে ঝোড়ো হাওয়ার দাপট। প্রায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়ার সাথে সাথে হয়েছে ভালোরকম বৃষ্টিও। কিন্তু, তারই মধ্যে রবিবার সকালে বেড়ে গেল কলকাতা শহরের তাপমাত্রা।

আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। কিন্তু, রবিবার সকালে তা বেড়ে হয়েছে ২৩.১ ডিগ্রি সেলসিয়াস। তবে, দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে নীচের দিকেই থাকবে বলে মনে করা হচ্ছে।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী ২-৩ দিন টানা বৃষ্টি চলবে, তবে বৃষ্টির পরিমাণ কম থাকবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। বুধবার থেকে বৃষ্টি কমে যেতে পারে, তখন ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পাবে। রবিবার উত্তর ও দক্ষিণ, উভয় বঙ্গেরই সমস্ত জেলায় বৃষ্টি হবে জানিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টির সাথে সাথে চলবে বজ্রপাতের ভ্রুকুটি এবং ঝোড়ো হাওয়ার বেগ। উত্তরবঙ্গে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তারপর ধীরে ধীরে শুক্রবার থেকে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন-
কিছুতেই পাচ্ছেন না পছন্দের চাকরি, চাকরি পেলেও হচ্ছে না প্রোমোশন, সব সমস্যার মূলে আপনার রাশির প্রভাব নেই তো?

সদর্পে ফিরে এলেন ডোনাল্ড ট্রাম্প, নিষেধাজ্ঞা উঠে যাবার পরেই ফেসবুক ইউটিউবে বার্তা প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের
Mukul Roy News: কলকাতার হাসপাতালে ভর্তি মুকুল রায়, মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার, বসানো হল ‘চিপ’

অবশেষে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে সুর নরম করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সমর্থন গেল অনুব্রত মণ্ডলের দিকেও

PREV
click me!

Recommended Stories

Today live News: উত্তুরে হাওয়ায় বঙ্গে শুরু শীতের ঝোড়ো ব্যাটিং, আর কতটা নামবে পারদ? রইল বিরাট আপডেট
উত্তুরে হাওয়ায় বঙ্গে শুরু শীতের ঝোড়ো ব্যাটিং, আর কতটা নামবে পারদ? রইল বিরাট আপডেট