আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, কালী পুজোর দিন হালকা শীতল আমেজ টের পাওয়া গেলেও ধীরে ধীরে কমতে থাকবে এই অনুভূতি।
Sahely Sen | Published : Nov 13, 2023 1:30 AM IST / Updated: Nov 13 2023, 07:03 AM IST
জেলায় জেলায় বিভিন্ন কালী মন্দিরে সারা রাত ধরে নেমেছে ভক্তদের ঢল। শহর এবং শহরতলিতে পুড়েছে বাজি। আলোকময় কালীপুজোর পর দীপাবলির দিন কেমন থাকবে বাংলার আকাশ?
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, কালী পুজোর দিন হালকা শীতল আমেজ টের পাওয়া গেলেও ধীরে ধীরে কমতে থাকবে এই অনুভূতি।
হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামি ২ পর্যন্ত রাতের তাপমাত্রা কমের দিকেই থাকতে পারে।
২ দিন পর থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ, ভাইফোঁটার দিন থেকে গাঙ্গেয় বঙ্গে তাপমাত্রা বাড়তে পারে।
উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার কোনও বড়সড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।
উত্তর ও দক্ষিণ, উভয় বঙ্গেই চলতি সপ্তাহে আকাশ পরিষ্কার থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টিপাত হওয়ার কোনও সম্ভাবনা নেই।